নতুন রেকর্ডে নাম লেখালেন লিটন
সপ্তম বাংলাদেশি ব্যাটার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ৫ হাজার রান করেছেন লিটন কুমার দাস। শুক্রবার
জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৮১ রান করা ইনিংসের মাধ্যমে এ ক্লাবে পা রাখেন তিনি। সেঞ্চুরির সুবাস পেলেও রিটায়ার্ড হা’র্ট
হয়ে মাঠ ছাড়তে হয় তাকে তিন ফরম্যাট মিলিয়ে লিটন দাসের মোট রান এখন ৫ হাজার ২৮। এই মাইলফলক স্পর্শ করতে তার খেলতে হয়েছে ১৭০ ইনিংস। ওয়ানডেতে ৭৫ ইনিংসে এক হাজার ৩৫, টেস্টে ৬০ ইনিংসে ২ হাজার ২১২ ও টি-২০তে এক
হাজার ৮১ রান করেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে তার নামের পাশে আছে ৮টি সেঞ্চুরি ও ২৭টি হাফসেঞ্চুরি। style=”text-
align: center;”>নতুন রেকর্ডে নাম লেখালেন লিটন নতুন রেকর্ডে নাম লেখালেন লিটন নতুন রেকর্ডে নাম লেখালেন লিটন
লিটন ছাড়া ৫ হাজারি ক্লাবের অন্য বাংলাদেশিরা হলেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ
রিয়াদ, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার। এদের মধ্যে ১০ হাজারি ক্লাবে পা রেখেছেন কেবল তামিম, মুশফিক ও সাকিব।
তামিম ১৪ হাজার ৭৮৮, মুশফিক ১৩ হাজার ৪২৯ ও সাকিব ১৩ হাজার ১৬ রান করেছেন। নতুন রেকর্ডে নাম লেখালেন লিটন
লিটনের ৫ হাজারি ক্লাবে প্রবেশের দিনে ওয়ানডে ক্রিকেটে ৮ হাজারি ক্লাবে পা রেখেছেন তামিম ইকবাল। এদিন তিনি ৮৮ বল
মোকাবিলায় ৯ বাউন্ডারির সাহায্যে ৬২ রান করে সিকান্দার রাজার বলে আউট হন। সাজঘরে ফেরার আগে ওয়ানডে ইতিহাসে
৩৩তম ব্যাটার হিসেবে আট হাজার রান পূর্ণ করেন তিনি।