নামাজের সময় মসজিদে বো’মা বি’স্ফোরণ, অনেক হ’তাহ’ত

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে ভ’য়াব’হ বি’স্ফোরণের ঘ’টনা ঘ’টেছে। দেশটির পু’লিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় নামাজের সময় কাবুলের এক মসজিদে এ বি’স্ফোরণ ঘ’টে।

ইতালিয়ান বেসরকারি সংস্থা ইমারজেন্সি জানিয়েছে, মসজিদে বি’স্ফোরণের ঘ’টনায় অন্তত তিনজন প্রা’ণ হা’রিয়েছেন। আ’হত হয়েছে কয়েক ডজন মানুষ। সংস্থাটি এক টুইটবার্তায় জানায়, বিস্ফোরণে তারা এখন পর্যন্ত আহত ২৭ জনকে পেয়েছে। এর মধ্যে ৫টি শিশুও রয়েছে। এক নি’রাপ’ত্তা কর্মকর্তা জানিয়েছেন, বি’স্ফোরণস্থ’লে ২০ জনের মৃ’ত্যু ও ৪০ জন আ’হত হয়েছেন।

অন্যদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, এ ঘ’টনায় অন্তত ১০ জন নি’হত হয়েছেন। এ ব্যাপারে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ তিনজনের মৃ’ত্যুর তথ্য জানিয়েছেন, তবে ঠিক কতজন আ’হত হয়েছেন, তা নিশ্চিত

করেননি। এক টুইটবার্তায় তিনি বলেন, বেসামরিকদের হ’ত্যাকা’রীদের দ্রুত শা’স্তির আ’ওতায় নিয়ে আসা হবে। এদিকে বি’স্ফোরণে অনেকে হ’তাহ’ত হলেও দে’শটির পু’লিশ কোনো তথ্য জানায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, শ’ক্তিশা’লী একটি

বি’স্ফোরণের শব্দ শুনেছেন তারা। বি’স্ফো’রণে আশপাশের ভবনের জানালাগুলো ভে”ঙে গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক ওই গো’য়েন্দা কর্মকর্তা বলেন, কাবুলের খায়ের খা’না এলাকার একটি মসজিদে নামাজ চলাকালে বি’স্ফো’রণ হয়। বহু হ’তাহ’তের

আ’শ’ঙ্কা করা হচ্ছে। তালেবানের এক মুখপাত্র বলেছেন, তারা এই হা’ম’লার তী’ব্র নি’ন্দা জানাচ্ছে। এরই মধ্যে গো’য়েন্দা কর্মকর্তারা এ ঘ’টনায় ত’দন্ত শুরু করেছেন। গত বছর ক্ষ’মতা গ্রহনের পর তালেবান দাবি করেছে, আ’ফগানিস্তানে তারা

নি’রাপ’ত্তা এনেছে। তবে দেশটিতে স’শস্ত্র গোষ্ঠীগুলোর তা’ণ্ডব নিয়মিত চলছে। এর মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে আইএসআইএল সহযোগী ইসলামিক স্টেট ইন খোরাসান প্রদেশ, আইএসকেপির (আইএসআইএস-কে) তৎপরতা লক্ষণীয়। গত

সপ্তাহে কাবুলে তালেবান ধর্মীয় নেতা শেখ রহিমুল্লাহ হা’ক্কানি বো’মা হা’মলায় নি’হত হয়েছেন। আইএসআইএল (আইএসআইএস) ওই হামলার দায় স্বীকার করেছে। গত জুনে আইএসকেপি কাবুলের একটি শিখ ম’ন্দিরে হা’মলার দায় স্বীকার

করেছে, সে ঘটনায় দুজন নি’হত হয়েছিল। তবে বুধবারের (১৭ আগস্ট) হা’মলার দায় এখনো কেউ স্বীকার করেনি। ২০২১ সালের আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বা’হিনী প্র’ত্যাহারের সময় তালেবান ক্ষ’মতা দখল করে। এখনো কোনো দেশ

তালেবান স’রকা’রকে স্বীকৃতি দেয়নি। সূত্র: বিবিসি, আল-জাজিরা, এপি।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *