নিয়মিত নামাজ পড়ে পুরস্কার পেল ৩৯ কিশোর
রাজধানী ঢাকার ওয়ারীতে লারমিনি স্ট্রিটের মাসজিদুন নূরে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার জিতেছে ৩৯
জন কিশোর। মসজিদের দায়িত্বশীলদের একজন হাজি নবীউল্লাহর উদ্যোগে তাদের বাইসাইকেল উপহার দেওয়া হয়। পুরস্কারে
ব্যয় হয়েছে ৬ লাখ টাকা। যা তিনি একাই বহন করেছেন।গত জুলাই মাসে মসজিদ কমিটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ১০
থেকে ১৮ বছর বয়সী যারা টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করবে, তাদের প্রত্যেককে
একটি নতুন বাইসাইকেল দেওয়া হবে। ঘোষণার পর প্রতিযোগিতায় অংশ নেয় এলাকার ৫৪ জন শিশু-কিশোর। তবে শেষ পর্যন্ত
৩৯ জন বিজয়ী হয়।