পঞ্চম ক্রিকেটার হিসেবে টি-টেন ক্রিকেট লিগের নাম লেখালেন আফিফ হোসেন

আবুধাবি টি-টেন লিগের এবারের আসরে দেখা যাবে একাধিক বাংলাদেশ ক্রিকেটারদের। ইতিমধ্যেই বাংলা টাইগার্স দলের হয়ে খেলবেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। এই দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি।

তবে শুধু সাকিবই নয় এবার এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশে একাধিক তারকা ক্রিকেটার। ইতিমধ্যেই প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান এবং অধিনায়ক তামিম ইকবাল। তার সাথে যোগ

হয়েছেন জাতীয় দলের আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এবার যোগ হলেন জাতীয় দলের আরেক অলরাউন্ডার আফিফ হোসেন। টি টেন ক্রিকেট লিগে খেলতে প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছেন জাতীয় দলের এই তরুণ ব্যাটসম্যান

অলরাউন্ডার। আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি-টেনের প্লেয়ার্স ড্রাফট। এর আগেও টি-টোয়েন্টি ক্রিকেটে লেগে খেলেছেন তামিম ইকবাল এবং মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের প্রথম আসরে পাখতুনসের হয়ে খেলেছিলেন তামিম। সেবার

তিন ম্যাচে ১৭৬.০৯ স্ট্রাইকরেট ও ৪০.৫০ গড়ে ৮১ রান করেন তিনি। হাঁকান একটি ফিফটিও। এবং ২০১৭ সালে বাংলা টাইগার দলে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *