প’রাজয়ের বদলা নিলো পাকিস্তান

এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে ভা’রতের কাছে প’রাজয়ের বদলা সপ্তাহ ঘুরতেই নিয়ে নিলো পাকিস্তান। দারুণভাবে রান তাড়া করে শেষের রোমাঞ্চ জয় করে ভারতের দেয়া ১৮২ রানের লক্ষ্য ৫ উইকেট ও ১ বল হাতে রেখেই টপকে যায় বাবর আজমের

দল। সুপার ফোরের ম্যাচে বাবর আজমের উইকেট শুরুতেই ফেলে দিয়ে উ’জ্জীবিত হয়ে উঠেছিল রোহিত শর্মার দল। এরপর রানের গতি নি’য়ন্ত্রণের মধ্যেই রেখে ফখর আজমকেও সাজঘরে পাঠিয়ে দেয় যুজবেন্দ্র চাহাল। কিন্তু এরপর ব্যাটিং অর্ডারে

এগিয়ে নামানো হয় মোহাম্মদ নওয়াজকে। কিছুটা অবাক করা এই সিদ্ধান্তই যেন ম্যাচে অনেকটা এগিয়ে দেয় পাকিস্তানকে। ভুবনেশ্বর কুমারের বলে দীপক হুদার হাতে ক্যাচ দেয়ার আগে ২০ বলে এই বোলিং অলরাউন্ডার খেলেন ৪২ রানের ঝ’ড়ো

ইনিংস। এরপরও পাকিস্তানের সম্ভাবনাকে উজ্জ্বল রেখেই ব্যাট করে গেছেন মোহাম্মদ রিজওয়ান। হার্দিক পান্ডিয়ার স্লোয়ারে আউট হওয়ার আগে তিনি ৫১ বলে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। রিজওয়ানের আউটের পরও মসৃণভাবেই জয়ের দিকে

এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তানের ৪ বলে ২ রান থেকে আসিফ আলীর উইকেট হা’রিয়ে ২ বলে ২ রানের সমীকরণের সামনে চলে যায় বাবর আজমের দল। আর্শদ্বীপ সিংয়ের ইয়র্কারে আসিফ আলি আউট হলে আবারও জমে যায় ম্যাচ। তবে

ইফতিখার আহমেদ ব্যাট করতে নেমেই বোলারের মাথার ওপর দিয়ে লফটেড শট খেলে নিশ্চিত করেন দলের জয়। এর আগে, এর আগে, ভিরাট কোহলির ৬০ রানের ইনিংসের সাথে রোহিত শর্মা, লোকেশ রাহুলদের ক্যামিওতে ২০ ওভারে ৭ উইকেট হা’রিয়ে

১৮১ রান সংগ্রহ করে ভারত।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *