পাপন ভাই আমাকে চাপে রাখতে চান : সাকিব

বর্তমানে বাংলাদেশ ওয়ানডে দলের পারফরম্যান্স ধারাবাহিকভাবে হলেও কিন্তু টেস্ট ও টি-টোয়েন্টিতে এখনও দুর্বল বাংলাদেশ।

আর দুর্বল দুই ফরম্যাটের দায়িত্বই দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। এর কারণ প্রসঙ্গে হেসে সাকিব জানালেন, “পাপন ভাই

আমাকে চাপে রাখতে চান। সেজন্যই বোধহয় আমাকে এই দুই ফরম্যাটের দায়িত্ব দিয়েছেন। তবে বোর্ড হয়তো ভেবেছে, এই

চ্যালেঞ্জ নেয়ার জন্য সম্ভাব্য সেরা অপশন আমি। এ কারণেই তারা আমাকে বেছে নিয়েছে”। এশিয়া কাপের আগে বাংলাদেশ

দলে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফেও এসেছে পরিবর্তন। নতুন করে দলের সঙ্গে যুক্ত

হয়েছেন টি-টোয়েন্টি পরামর্শক শ্রীধরন শ্রীরাম। নতুন কোচিং স্টাফ রাতারাতি দলের অবস্থা পরিবর্তন করতে পারবেন না।

সেজন্য ক্রিকেটারদের এগিয়ে আসার কথা বলেছেন সাকিব। মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “আমাদেরকে

প্রত্যেককে আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না যে আমাদের শিখিয়ে দিতে হবে। ওই জায়গায় আমরা আসলে নেই। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’”

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *