পায়রা ব’ন্দরে চাকরির সুযোগ, বেতন স্কেল ৩৫,৫০০–৬৭,০১০

পায়রা ব’ন্দর ক’র্তৃপ’ক্ষে রা’জস্ব খাতে অ’স্থায়ীভাবে সৃ’জনকৃত পা’ইলট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগ্রহী

প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। পদের নাম: পাইলট পদসংখ্যা: ২ যোগ্যতা ও অভিজ্ঞতা: মা’স্টার (এফজি) বা

প্রথম শ্রেণি (ডেক) ক’ম্পিটে’ন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজের প্রথম মেট হিসেবে দুই বছরের অভিজ্ঞতা; অথবা তৃতীয়

শ্রেণি (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেটসহ বিদেশগামী জাহাজে আট বছরের সা’মুদ্রিক অভিজ্ঞতা। বয়স: ২০২২ সালের ১ আগস্ট

অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের পায়রা বন্দর ক’র্তৃপক্ষের

ওয়েবসাইটে আপলোড করা নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে বয়স ও শিক্ষাগত যোগ্যতার

প্র’মাণস্বরূপ সব সনদ/ট্রান্সক্রিপ্ট, মার্কশিট, জাতীয়তা/নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র/জ’ন্মসনদ, মু’ক্তিযো’দ্ধা সনদ

(প্রযোজ্য ক্ষেত্রে) ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি সংযুক্ত করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে। খামের

ওপর নিজ জেলা ও পদের নাম উল্লেখ করতে হবে। নির্ধারিত আবেদন ফরমের ছক, আবেদনপদ্ধতি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (প্রশাসন), পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী।আবেদনের শেষ সময়: ২৫ আগস্ট ২০২২।

পায়রা বন্দরে চাকরির সুযোগ, বেতন স্কেল ৩৫,৫০০–৬৭,০১০

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *