পুরো সিরিজ থেকেই ছি’টকে গেছেন লিটন, অ;নিশ্চিত এশিয়া কাপও

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও করে ফেলছিলেন ৮১ রান।কিন্তু এরপরই পেশিতে টান লাগে তার। তাতে চলতি জিম্বাবুয়ে

সিরিজ থেকে ছি’টকে গেছেন লিটন। আসন্ন এশিয়া কাপেও অনিশ্চিত এই উইকেট রক্ষক ব্যাটার! হারারে স্পোর্টস ক্লাব মাঠে

টস হে’রে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে আসে দারুণ শুরু।তামিম ৬২ রান করে

ফিরলেও লিটন ছুটছিলেন সেঞ্চুরির দিকে।সিকান্দার রাজার করা ইনিংসের ৩৪তম ওভারেই ঘটে বিপদ। প্রথম বলে সিঙ্গেল

নেওয়ার জন্য দৌড় দেন লিটন। কিন্তু দৌড় শেষ করেই মাটিতে বসে পড়েন তিনি। এই ব্যাটারকে স্ট্রেচারে করে মাঠের বাইরে

নেওয়া হয়।তখন সেঞ্চুরি থেকে ১৯ রান দূরে ছিলেন লিটন। ৮৯ বলে ৯ চার এবং ১ ছক্কায় ৮১ রান করেছিলেন তিনি। জিম্বাবুয়ে

ইনিংসের শেষদিকে জানা যায় লিটনের চোট কতটা গুরুতর। ধারাভাষ্যকার সিকান্দার বাখত জানান, ৪-৬ সপ্তাহ মাঠের বাইরে

থাকবেন লিটন। এমন কিছু হলে আসন্ন এশিয়া কাপে দেখা যাবে না লিটনকে।সূত্রঃ বাংলানিউজ২৪

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *