ফাইনালে নামার আগে নারী দলের উদ্দেশ্য মাশরাফির বার্তা

প্রথমবারের মতো সাফ জয়ের মিশনে ফাইনালে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালের দশরথ স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায়। ম্যাচের আগেই শুভকামনা ও প্রশংসায় ভাসছে নারী

দলের ফুটবলাররা। ফাইনালের আগে সামাজিক মাধ্যমে আবেগঘন একটা স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ দলের ফুটবলার সানজিদা আকতার। তাঁর এই পোস্ট হৃদয় ছুঁয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। সোমবার

নিজের ফেসবুক আইডিতে মাশরাফি লিখেছেন, ‘বাবাকে হারিয়ে, মার শেষ সম্বল আর বোনের অলংকার দিয়ে তোমরা বাংলাদেশকে অলংকৃত করছো। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারার চেয়ে, এক জীবনে এর চেয়ে আনন্দের আর কিছু হতে

পারে না। অভিনন্দন তোমাদের যা কিছু করেছো তার জন্য।’ ‘বড় ম্যাচে নারী দলকে চাপ নিতে বারণ করেছেন ম্যাশ, ‘চাপ নয়, নির্ভার হয়ে খেলাকে উপভোগ করো আজ। শুভকামনা বাংলাদেশ।’ এর আগে রবিবার নিজের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস

দেন জাতীয় দলের ফুটবলার সানজিদা আকতার। তিনি লিখেন, ‘২য় বারের মতো সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। প্রথমবার ফাইনাল খেলেছি ২০১৬ সালে। সেবার ভারতের বিপক্ষে আমরা হেরে যাই। ৫ বার সাফের মঞ্চে এসে ১ বার

রানার্সআপ, ৩ বার সেমিফাইনাল এবং ১ বার গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছি আমরা। আলহামদুলিল্লাহ, আমরা এবার মাঠে দারুণ ছন্দে রয়েছি, ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। স্বাগতিক হিসেবে ফাইনাল খেলা কিংবা স্বাগতিক দলের বিপক্ষে ফাইনাল

খেলা সবসময় রোমাঞ্চকর। এছাড়াও এবারের ফাইনাল ম্যাচটি কিছুটা ভিন্ন। বহুদিন পর সাফ পাবে নতুন কোনো চ্যাম্পিয়ন দেশ। আর তাই এবার রোমাঞ্চকর একটি ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *