ফাইনালে শ্রীলঙ্কা-পাকিস্তান, পরিসংখ্যানে কে ফেভারিট

এশিয়া কাপের ফাইনালে কাল মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাকিস্তানের ১০ আর শ্রীলঙ্কার অপেক্ষা ৮ বছরের। এশিয়া কাপের সোনালি ট্রফিটা নিজেদের করতে তৃতীয়বারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। পরিসংখ্যানে এগিয়ে

শ্রীলঙ্কা, তবে ছেড়ে কথা বলবে না পাকিস্তানও। রোববার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে খেলা। দুই দল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ২২ বার। সেখানে ১৩ জয়ে এগিয়ে বাবর আজমের দল। আর লঙ্কানদের জয় ৯টি। অবশ্য

দুবাইয়ের পরিসংখ্যানে এগিয়ে লঙ্কানরা। তিন দেখায় দুই জয় দাসুন শানাকার দলের। শ্রীলঙ্কার জন্য তার থেকেও বড় আশার কথা হচ্ছে, সবশেষ চার দেখায় সবটাতেই জয় পেয়েছে তারা। এশিয়া কাপে এর আগে দুইবার ফাইনালে মুখোমুখি হয়েছে দুই

দল। ১৯৯৮ সালে ট্রফিটা নিজেদের করে নিয়েছিল শ্রীলঙ্কা। সেই প্রতিশোধ অবশ্য ২০০০ সালে তুলে নিয়েছে পাকিস্তান। ফাইনালে নামার আগে বাবর আজমের দলের চিন্তা ড্রেস রিহার্সেল ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা। তবে দলটির পেস অ্যাটাক আছে

দারুণ ছন্দে। তরুণ নাসিম শাহ অভিষেক আসরেই নজর কেড়েছেন। ফাইনালের আগে নিজের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, টি-টোয়েন্টিতে সবে অভিষেক হয়েছে আমার। সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে শেখার চেষ্টা করছি। ফাইনালে সেটি

কাজে লাগাতে চাই। অভিষেক আসরে ট্রফি জেতা হবে দারুণ ব্যাপার। দেশের মানুষের জন্য আমরা ট্রফিটা জিততে চাই। তবে শ্রীলঙ্কাকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। ছেড়ে কথা বলার পাত্র নয় শ্রীলঙ্কাও। আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরু করার

পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দাসুন শানাকার দল। দেশটির ক্রিকেটের নতুন উড্ডয়নের বার্তা দেয়া দলটা সোনালি ট্রফিটা নিয়েই ফিরতে চাইবে দেশে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *