বাংলাদেশকে প্রায় ধরে ফেলেছে পাকিস্তান!

নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতলেই আইসিসি ওয়ানডে সুপার লিগে বাংলাদেশকে স্পর্শ করে ফেলবে বাবর আজমের দল। আইসিসি ওয়ানডে সুপার লিগে দীর্ঘ সময় ধরে শীর্ষ দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ।

    

বিশ্বকাপের টিকিটও অনেকটা নিশ্চিত হয়ে গেছে টাইগারদের। এবার সে পথে হাঁটছে এশিয়ার পরাশক্তি পাকিস্তানও। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া দাপুটে জয়ে পাকিস্তান আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট

    

টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। এতদিন তৃতীয় স্থানে ছিল এশিয়ার আরেক দেশ আফগানিস্তান, যারা ১২ ম্যাচে অর্জন করেছে ১০০ পয়েন্ট।

    

পাকিস্তান তাদের ১৭তম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে ১১০ পয়েন্ট নিয়ে আফগানিস্তানকে টপকে গেছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট অর্জন করেছে। পাকিস্তান আর এক ম্যাচ জিতলেই বাংলাদেশের পয়েন্ট ছুঁয়ে ফেলবে।

    

রান রেটে এখন বাংলাদেশের (০.৩৮৪) চেয়ে পিছিয়ে আছে পাকিস্তান (০.২২১)। তবে রান রেটে উন্ন্তি ঘটলে আগামী ম্যাচেই টাইগারদের টপকে যেতে পারে বাবর আজমের দল।

    

১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে ইংল্যান্ড। যদিও বাংলাদেশের সমান ১২টি ম্যাচই জিতেছে জস বাটলারের দল। পরিত্যক্ত হওয়া একটি ম্যাচে আরও ৫ পয়েন্ট পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *