বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি কোচ হচ্ছেন শ্রীরাম
নতুন টি-টোয়েন্টি কোচের দৌড়ে সম্ভাব্য তালিকায় আছেন ভারতীয় সাবেক অলরাউন্ডার শ্রীধরণ শ্রীরাম। কিছুদিন আগেই অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব ছেড়েছেন তিনি। শ্রীরাম বর্তমানে আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স
ব্যাঙ্গালোরের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্বরত আছেন।
ভারতের হয়ে ৮টি ওয়ানডে খেলেছেন এই অলরাউন্ডার। ২০১৬ সালে ভারতের প্রাক্তন এই অলরাউন্ডারের সাথে চুক্তি করে
ক্রিকেট অস্ট্রেলিয়া। দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব দেয়া হয় তাকে। এডাম জাম্পা, ন্যাথান লায়নদের সাথে কাজ করেছেন গত ছয় বছর।
২০১৯ সালে আরসিবিতে ব্যাটিং ও স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দেন তিনি। আইপিএলে কাজ করার অভিজ্ঞতা থাকায়
বাংলাদেশের সম্ভাব্য টি-২০ কোচ হতে যাচ্ছেন তিনি। গুঞ্জন আছে এশিয়া কাপের আগেই দলের সাথে যোগ দেবেন তিনি। এশিয়া
কাপে ভালো করলে চুক্তি করা হবে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত।
সূত্রঃ যমুনা টিভি অনলাইন