বাংলাদেশের পাওয়ার হিটিং ব্যাটিং খুজে পেয়েছেন শ্রীরাম!

বিগত কয়েক বছর ধরে ওয়ানডে, টেস্ট কিংবা টি-টোয়েন্টি ৩ ফরম্যাটেই জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে রয়েছেন ইয়াসির আলী। কিন্তু সেরা একাদশে সুযোগ পাচ্ছিলেন না তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ সহ ঘরোয়া ক্রিকেট লিগের নিয়মিত পারফরমেন্স

করছিলেন ইয়াসির আলী। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে তার পারফরমেন্স অনেক ভালো। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলের সাথে থাকলেও ইনজুরির কারণে খেলা হয়নি তার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নিজেকে সুযোগ করে

নিয়েছেন ইয়াসির আলী। সেই সাথে জাতীয় দলের বর্তমান টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরামের নজর কেড়েছেন তিনি। ইনিংসের মাঝের দিকে ইয়াসির আলীর ব্যাটিং খুব প্রয়োজন বলে জানিয়েছেন শ্রীরাম। গতকাল এই ব্যাটসম্যানকে নিয়ে তিনি

বলেছেন, “ইয়াসির রাব্বিকে আরও বেশি দেখতে মুখিয়ে আছি আমি। তার হাতে জোর আছে, বাংলাদেশের টি-টোয়েন্টি দলের যেখানে ঘাটতি। মাঝের সময়টায় আমাদের ‘ফায়ার পাওয়ার’ প্রয়োজন, এমন একজন যে বলকে উড়িয়ে সীমানা ছাড়া করতে

পারে, বাউন্ডারি আদায় করতে পারে। তিনি আরও বলেন, সত্যি বলতে, তাকে অনেক বেশি দেখিনি আমি। তবে অল্প যা একটু দেখেছি, দারুণ সম্ভাবনাময় মনে হয়েছে তাকে। সে বাংলাদেশের পাওয়ার হিটিং সমস্যার সমাধান করতে পারে”

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *