বাংলা প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণ

নড়াইলের লোহাগড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রী কলেজ এবং ইতনা মাধ্যমিক বালিকা

বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।দিঘলিয়া কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব সুভাষ চন্দ্র কুন্ডু এবং ইতনা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এছাড়াও নড়াইলের কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা

বিদ্যালয় এবং বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে একই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জানা গেছে, উপজেলার দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রী কলেজ কেন্দ্র এবং ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রথমদিন কিছু সংখ্যক

পরীক্ষার্থীর মধ্যে বাংলা প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্নপত্র বিতরণ করার পর বিষয়টি পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকদের নজরে আসে। পরে কেন্দ্র সংশ্লিষ্টরা প্রশ্নপত্র বিতরণ বন্ধ করে দেন। দিঘলিয়া কলেজ কেন্দ্র সচিব সুভাষ চন্দ্র কুন্ডু

এবং ইতনা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব মাহাবুবুর রহমান বলেন, আমাদের কেন্দ্রে সরবরাহকৃত একটি প্যাকেটে প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন ছিল। পরীক্ষার্থীদের হাতে দেয়ার আগেই বিষয়টি আমাদের নজের এলে

তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানানো হয়। লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া জানান, প্রশ্নের প্যাকেট খোলার পর দ্বিতীয় পত্রের প্রশ্ন পেয়ে তা ক্লোজ করে প্রথম পত্রের অতিরিক্ত প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।

এতে পরীক্ষার্থীদের কোনো স/মস্যা হয়নি। এ ব্যাপারে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগার আলী বলেন, সরবরাহকৃত প্যাকেটের উপরে বাংলা প্রথম পত্র লেখা থাকলেও ভেতরে দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন পাওয়া গেছে। পরীক্ষার

কক্ষে প্রশ্ন দেওয়ার আগে বিষয়টি কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের নজরে আসে। এরপর তাৎক্ষণিকভাবে সেটা ক্লোজ করা হয়েছে এবং বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *