বাইসাইকেল কিকে মেসির অসাধারণ গোল, ভিডিও সহ দেখুন

লিগ ওয়ানে শুরুটা দারুণ হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির। শনিবার রাতে প্রতিপক্ষ ক্লেরমন্ট ফুটকে নিয়ে রীতিমতো

ছেলেখেলা করেছেন মেসি-নেইমাররা। পিএসজি জয় পেয়েছে ৫-০ গোলে। মেসি করেছেন জোড়া গোল। ম্যাচের নবম মিনিটে

মেসির পাসে গোল করে পিএসজিকে এগিয়ে দেন নেইমার। ২৬তম মিনিটে নেইমারের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন

আশরাফ হাকিমি। ৩৮তম মিনিটে তৃতীয় গোলটিও এসেছে নেইমারের পাস থেকে। নেইমারের ফ্রি কিক থেকে ভেসে আসা বলে

মাথা লাগিয়ে গোলটি করেন অধিনায়ক মার্কিনিউস। পিএসজির শেষ দুটি গোল এসেছে মেসির পা থেকে। ৮০ ও ৮৬তম মিনিটে

গোলগুলো করেন সাতবারের এই ব্যালন ডি’অরজয়ী তারকা। প্রথমটি নেইমারের পাসে, দ্বিতীয়টি স্বদেশি লিয়ান্দ্রো প্যারেদেসের

পাসে। মেসির দ্বিতীয় গোলটি ছিল দুর্দান্ত এক বাইসাইকেল কিকে। ম্যাচ শেষ হওয়ার পরপরই ভাইরাল হয়েছে সেই গোলের

ভিডিও। নেইমার একটি গোলের পাশাপাশি করেছেন অ্যাসিস্টের হ্যাটট্রিক। আর জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট

মেসির।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *