বাইসাইকেল বিক্রির হিড়িক

হ’ঠাৎ জ্বা’লানি তেলের দাম বাড়ায় রংপুরে বাইসাইকেল বিক্রি বেড়ে গেছে।শনিবার (০৬ আগস্ট) নগরীর প্রেসক্লাব এলাকায়

বাইসাইকেলের দোকানগুলোতে অন্যদিনের তুলনায় ক্রেতাদের বেশি ভিড় দেখা গেছে। দেখেশুনে পছন্দের সাইকেলটি

কিনছেন ক্রেতারা। ক্রেতারা জানান, মোটরসাইকেলের বিকল্প হিসেবে ব্যবহারের জন্য বাইসাইকেল কিনতে এসেছেন তারা।

বলেছেন, মো’টরসাইকেল থাকলেও জ্বা’লানি তেলের দাম বাড়ায় এখন থেকে বাইসাইকেলই ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। কেউ

আবার বলেছেন, মো’টরসাইকেল কেনার প্রস্তুতি থাকলেও জ্বা’লানি তেলের দাম বাড়ায় এখন সিদ্ধান্ত বদলে বাইসাইকেল কিনতে

এসেছেন।তবে বাইসাইকেল ব্যবসায়ীরা বলছেন, অন্য সময়ের তুলনায় বেড়েছে বাইসাইকেল বিক্রি। রংপুরে বাইসাইকেল

ব্যবসায়ী আবদুল কাইউম বলেন, বর্তমানে সবাই বাইক কেনার পরিবর্তে বাইসাইকেল কিনছেন। দোকানে সকাল থেকেই

ক্রেতাদের ভি’ড় রয়েছে। জ্বা’লানি তেলের দাম বাড়ায় অনেকে বাইক কেনার পরিবর্তে সাইকেল কিনছেন। এখন যেভাবে

সাইকেল বিক্রি হচ্ছে বিগত দিনে এমনটা দেখা যায়নি। চাহিদা বাড়ার সুযোগে বাইসাইকেলের দাম কিছুটা বাড়ার অ’ভিযোগ উঠলেও বিক্রেতারা বলছেন, দাম দুমাস আগেই বেড়েছে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *