বি’দ্যুৎ সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠান দু’দিন ছুটি রাখার বিষয়ে ভাবছে স’রকার: শিক্ষাম’ন্ত্রী
বি’দ্যুৎ সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠান দু’দিন ছুটি রাখার বিষয়ে চিন্তা ভাবনা করছে সরকার। এ বিষয়ে সিদ্ধান্ত দ্রুতই জানানো হবে বলে
জানিয়েছেন শিক্ষাম’ন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (১২ আগস্ট) বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির ১৭তম জাতীয়
সম্মেলনের বক্তব্যে অর্থনৈতিক স’ক্ষমতা ধরে রাখতে জ’নগ’ণকে মিতব্যয়ী হবার আহ্বান জানিয়েছেন শি’ক্ষামন্ত্রী। এতে আগামী
১ বছরের মধ্যে অর্থনৈতিক ধা’ক্কা সা’মলানো যাবে বলে মন্তব্য করেন তিনি। এক প্র’শ্নের জ’বাবে মন্ত্রী বলেন, অ’নিবার্য কারণ না
হলে সময় মতো এসএসসি পরীক্ষা শুরু হবে। ডা. দীপু মনি আরও বলেন, পলিটেকনিক্যাল ইন্সস্টিটিউট এ কারিগরি শিক্ষাদানের
জন্য দক্ষ শিক্ষক ও প্রশিক্ষক এর অ’ভাব রয়েছে। ল্যাব তৈরির জন্য টাকা দিয়েছে সরকার। তবে দক্ষ প্রশিক্ষক না থাকায় ১৩টি
প্রতিষ্ঠান ব’রাদ্দ টাকা ফেরত দিয়েছে।