বিশেষ নামাজ শেষের আগেই নামল বৃ’ষ্টি
চট্টগ্রামের লো’হাগা’ড়ার আধুনগর এ’লাকায় বৃ’ষ্টিপাতের জন্য বিশেষ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। নামাজের সালাম
ফে’রানোর আগেই শুরু হয় বৃ’ষ্টি। বিষয়টি ঢাকা পোস্টকে জানিয়েছেন আধুনগর ই’উনিয়ন প’রিষদের চে’য়ারম্যান মুহাম্মদ নাজিম
উদ্দীন। তিনি জানান, এক ঘণ্টারও বেশি সময় ধরে বৃ’ষ্টি হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে আধুনগর ইসলামিয়া
কামিল মাদরাসা মাঠে এ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দীন ঢাকা
পোস্টকে বলেন, লো’হাগাড়া এলাকায় ১৫ দিন ধরে কোনো বৃ’ষ্টিপাত নেই। এতে ফসলের ক্ষ’তি হ’চ্ছিল। তাই আজ বৃ’ষ্টিপা’তের
জন্য বিশেষ নামাজের আয়োজন করি। নামাজের সালাম ফেরানোর কয়েক সেকেন্ড আগেই বৃ’ষ্টিপাত শুরু হয়। বৃ’ষ্টি প্রায় ১
ঘণ্টার মতো ছিল। এখন জমিতে পানি জমা হয়েছে। নামাজ ও দোয়া পরিচালনা করেন আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওসমান গণি।