বিশ্বকাপের দল থেকে ছিটকে গেলেন দুই তান্ডবকারী ব্যাটার, বিবেচনায় আরো দু’জন

আইসিসির সময়সীমা ১৬ সেপ্টেম্বর। এই সময়ের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া ১৬টি দেশের দল পাঠাতে হবে আইসিসিকে। গতকাল পর্যন্ত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডস তাদের স্কোয়াড ঘোষণা করেছে।

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো বাংলাদেশও শেষ সময়ের অপেক্ষায়। ১৪ সেপ্টেম্বর ১৫ সদস্যের স্কোয়াড দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। জাতীয় দলের নির্বাচকরা ১৩ জনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। বাকি দুজনের জন্য অপেক্ষা করছি। আগামী তিনদিন

ক্রিকেটারদের পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন টি-টোয়েন্টি কোচ শ্রীধরন শ্রীরাম। লিটন কুমার দাসের সঙ্গে নিয়মিত ওপেনার নাঈম শেখকে নেওয়া হবে কি না, তা নিয়ে দ্বিধায় রয়েছেন নির্বাচকরা। তবে এশিয়া কাপে খেলা দলের দুই সদস্য

এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমনকে বাদ দিয়ে বিশ্বকাপ দলকে বিবেচনা করতে হবে। অস্ট্রেলিয়ার কন্ডিশন মাথায় রেখে অলরাউন্ডারসহ পাঁচজন পেসার নেওয়া হতে পারে। সেই বিবেচনায় দলে জায়গা পেতে পারেন সৌম্য সরকারও। বিশেষজ্ঞ

স্পিনারও নিতে হবে অন্তত দু’জন। বাকি ৮ জন ব্যাটার। ভালো একটি ওপেনিং জুটি থাকলে ৮ ব্যাটারই যথেষ্ট হতো। এ ব্যাপারে জানতে চওয়া হলে নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘এখনও আমরা এটা নিয়ে কাজ করছি। কে হবে না হবে। এশিয়া কাপে শেষ

ম্যাচে আমরা একটা ভিন্ন কম্বিনেশনে গিয়েছিলাম, বিশ্বকাপ যেহেতু অস্ট্রেলিয়ার মাটিতে, সেখানে আমরা কাউকে মেকশিফট ওপেনার করব কিনা, নাকি নিয়মিত ওপেনার খেলাব- এটা নিয়ে এখনও আলোচনার বাকি আছে। হাতে কিছু সময় আছে, এই

ক’দিনে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারব।’ ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে সিরিজ ও এশিয়া কাপ মিলিয়ে বাংলাদেশ দলে ওপেন করেছেন ৮ জন ব্যাটার- লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ার, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, সাব্বির

রহমান ও মেহেদী হাসান মিরাজ। এত পরীক্ষা-নিরীক্ষা করেও লিটনের সঙ্গী খুঁজে পাওয়া যায়নি। ব্যাটিংয়ের জন্য যেটা বড় খুঁত। ব্যাটিং লাইনআপ নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও ঝলমলে বোলিং লাইনআপ টাইগারদের। কাকে রেখে কাকে নেবেন- এ নিয়ে

মধুর সমস্যায় পড়তে হচ্ছে নির্বাচকদের। সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকতের মতো স্পিন অলরাউন্ডার পাওয়ায় নিয়মিত স্পিনার শেখ মেহেদী, নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে জায়গা দেওয়া কঠিন হয়ে পড়েছে। তাই শ্রীরাম

আজ ঢাকায় পৌঁছালে কাল বা পরশু মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে বাংলাদেশের বিশ্বকাপ দল কেমন হবে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *