বিশ্বকাপে চমক দেখাতে নতুন স্ট্রাইকার বাছাই করল ব্রাজিল
ব্রাজিলের স্ট্রাইকার পজিশন এখনও নিশ্চিত নয়। এই পজিশনের জন্য হয়তো রিচার্লিশনকেই টিটের বেশি পছন্দ, কিন্তু আরও একজন প্লেয়ার নিবেন তিনি।




সেটা কে হবে তা নিয়েই চলছে পরীক্ষা। ম্যাথিউস কুনহা, রবার্তো ফিরমিনো এই পজিশনের জন্য দাবীদার। তবে এই পজিশনের জন্য দাবীদার হয়ে উঠতে পারেন আরেক স্ট্রাইকার পেড্রো।




কোপা ডু ব্রাসিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফ্লামেঙ্গোর ম্যাচে উপস্থিত ছিল ব্রাজিল জাতীয় দলের কয়েকজন কর্মকর্তা। তারা পেড্রোকে পর্যবেক্ষন করতে গিয়েছিলেন।




সেখানেই বাইসাইকেল কিকে গোল করে তাক লাগিয়ে দেন পেড্রো। আগামী মাসে ব্রাজিল দুটি ম্যাচ খেলবে। এই দুটি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ঘানা এবং তিউনিসিয়া।




ম্যাচ দুটির জন্য ব্রাজিল কোচ দল ঘোষণা করবেন ৯ তারিখে। এই দলে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে স্ট্রাইকার পেড্রো। তার ইঙ্গিত দিয়েছেন টিটে। তবে নিশ্চিত করেননি যে বিশ্বকাপে সে জায়গা পাবেই।




পেড্রো ফ্লামেঙ্গোর হয়ে এই মৌসুমে ৪৫ ম্যাচে ২০টি গোল এবং ৫টি অ্যাসিস্ট করেছেন। তার থেকে বেশি গোল করেছেন শুধু গ্যাবিগোল। ২২টি গোল করেছেন তিনি।