বিশ্বকাপ স্কোয়াডে খুলনার ক্রিকেটারদের রাজত্ব

জাতীয় দলে খুলনার ক্রিকেটারদের আধিপত্য বহুদিন ধরে। এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডেও খুলনা ধরে রাখল তার ঐতিহ্য। ১৫ জনের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন খুলনা জেলারই তিন ক্রিকেটার। স্ট্যান্ড বাই হিসেবে আছেন আরও এক

ক্রিকেটার। আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটের জন্য বুধবার (১৪ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত ১৫ জনের এই দলে জায়গা করে নিয়েছেন খুলনা জেলারই তিন ক্রিকেটার। এরা হলেন- উইকেট কিপার

ব্যাটার নুরুল হাসান সোহান, স্পিন অল রাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন ধ্রুব। এছাড়া স্ট্যান্ড বাই হিসেবে আছেন শেখ মেহেদী হাসানও। এদের মধ্যে মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান ও আফিফ হোসেন ধ্রুব ছিলেন সবশেষ

এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডেও। তবে ইনজুরির কারেণে এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হয়নি উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানের। সাম্প্রতিক সময়ে পারফরমেন্সেও নজর খুলনার এসব ক্রিকেটাররা। বিসিবির খুলনা বিভাগীয়

ডেভলেপমেন্ট কোচ মনোয়ার আলী মনু শিষ্যদের এমন সুযোগে দারুণ খুশি। এদের মধ্যে নুরুল হাসান সোহান একেবারেই ছোট থেকে মনোয়ার আলী মনুর কাছে ক্রিকেট শিখেছেন। আর মেহেদী হাসান মিরাজও বয়সভিত্তিক বিভিন্ন দলে কোচ হিসেবে

পেয়েছেন মনোয়ার আলীকে। কোচ মনু বলেন, ‘খুলনা ক্রিকেটার তৈরিতে সব সময়ই এগিয়ে থাকে। সেই ধারা এবারও বজায় থাকল।’ খুলনার ক্রিকেটারদের ওপর পুরোপুরি আস্থা আছে মনোয়ারের। তিনি বলেন, ‘এসব ক্রিকেটারদের সামর্থ্য আছে

বাংলাদেশ টিমকে আরও অনেক কিছু দেয়ার। আমি বিশ্বাস করি ক্রিকেটাররা আসন্ন বিশ্বকাপেওৎ ভালো পারফরমেন্স করবে।’

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *