বিসিবিকে নতুন বার্তা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন অভিজ্ঞ এই ক্রিকেটার

বিসিবিকে নতুন বার্তা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন অভিজ্ঞ এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পেসার মোহাম্মদ শহিদ। অবসর প্রসঙ্গে তিনি বলেন, আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ

শহিদ। অনেক দিন ধরে ন্যাশনাল টিমের বাইরে আছি, তবে হারিয়ে যাইনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) খেলছি লম্বা সময় ধরে।বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক অনেক ভালোবাসা আর সম্মান দিয়েছে। দেশের মানুষের ভালোবাসা আমাকে সবসময়

অনুপ্রেরণা যুগিয়েছে। আমি সাদা পোশাকে বেশির ভাগ ক্রিকেট খেলেছি, রঙিন পোশাকে তেমন খেলা হয়নি। হাতে গোনা কয়েকটা ম্যাচ খেলেছি মাত্র। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) আমাদের প্রতিভাগুলোর একটু যত্ন করলে তারা

অনেক ভালো কিছু দেবে দেশকে।তাছাড়া প্রতিভার সঠিক মূল্যায়ণটাও খুবই জরুরী। যাইহোক সুকান্ত ভট্টাচার্য্যের কবিতার লাইনটি না বললেই নয় “এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান।” আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর এর ঘোষণা

করছি। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (BPL) এবং ফার্স্ট ক্লাস লীগ গুলো খেলবো ইনশাআল্লাহ। দীর্ঘ সময় নিয়ে চেষ্টা করার পর আমার মনে হয়েছে দলে ফেরা অনেক চ্যালেন্জিং ব্যাপার।তাই অবসরের সিদ্ধান্ত নিয়েছি। নতুনদের জন্য অনেক অনেক

শুভকামনা। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমি আমার পরিবার নিয়ে বাকিটা জীবন ভালো থাকতে পারি এবং ইসলাম কে আঁকড়ে ধরে বাঁচতে পারি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। মোহাম্মদ শহীদের মতোই অনেকদিন

জাতীয় দলের বাহিরে ইমরুল কায়েস। পারফর্ম করেও হচ্ছেনা দলে সুযোগ সেও হয়তো হুট করে নিতে পারে অবসর। রিয়াদ ও নিতে পারেন টি-টোয়েন্টি থেকে এমনটাই ধারনা অনেকের।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *