বিসিবির দিকে তীর ছু’ড়ে সব গো’পন তথ্য ফাঁ’স করে দিলেন মাশরাফি

অবশেষে অবসর নেওয়া নিয়ে মুখ খুললেন মাশরাফি ‘বিশ্বকাপের শেষ ম্যাচে আমি অবসর নিতে চেয়েছিলাম। তখন এমন

একটা কথা এসেছিল যে, এভাবে না হোক, সুন্দরভাবে হোক (অবসর)। দেশে আসার পর যেটা হয়েছে, জিম্বাবুয়েকে কত টাকা (২

কোটি) খরচ করে একটা ম্যাচ আয়োজন করা… তখন আমার মনে হয়েছে, মাশরাফি হয়তো মাঠ থেকে অবসর নেয়া ডিজার্ভ

করে। কিন্তু একটা ম্যাচের জন্য ২ কোটি টাকা মাশরাফি ডিজার্ভ করে না। যেখানে প্রথম শ্রেণির ক্রিকেটের এই অবস্থা, সেখানে

একটা ম্যাচের জন্য এত টাকা তার প্রাপ্য নয়। তাই আমি তখন অবসর নেইনি। এরপর হয়তো আস্তে আস্তে চিন্তাভাবনায়

পরিবর্তন এসেছে।’‘আমি অবসর নিতে চাইনি বা নিবো না… এমনটা যদি কেউ দাবি করে তাহলে সামনাসামনি বসতে হবে। আর

ঐসময় জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচের প্রস্তাব কেন নেইনি সেটাও বললাম। যেখানে আমার প্রথম শ্রেণির ক্রিকেটারদের মনে

কষ্ট আছে, সেখানে আমার একটা ম্যাচের জন্য ২ কোটি টাকা খরচ করাটা ভালো মনে হচ্ছিল না।’ ‘একইভাবে আমার কাছে মনে

হচ্ছিল, এই ২ কোটি টাকা আমার ওপর ভারী হয়ে যাচ্ছে কি না। এতই ব্যস্ততা যে, দুই কোটি টাকা দিয়ে আমাকে অবসর নেয়াতে

হবে। তো এসব জিনিসও আমার মাথায় এসেছে। সুত্রে জানাগেছে মারশাফিকে সম্মান জানাতের ফের কোটি টাকা খরচ করে

একটি ম্যাচ দিয়ে এউই তারকাকে ক্রিকেট থেকে চিরোবিদায় জানাতে চায় বোর্ড। তবে এমন কথার কড়া প্রতিবাদ জানান

মাসরাফি বলেন টাকা দিয়ে আমাকে কেনা যাবে না আপনি যেটা বললেন, জেদ বিষয়টা ঠিক না। তবে এসব জিনিস মাথায় কাজ

করেছে। আর আমাকে যে মাঠ থেকেই অবসর নিতে হবে, এমন কোন প্রয়োজনীয়তাও দেখছি না।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *