বুদ্ধির খেলায় হে’রেছে বাংলাদেশ

কেমন আছ?’—সংবাদ সম্মেলনে এসেই মুখে চওড়া হাসি টেনে জানতে চাইলেন মোহাম্মদ নবী। ভা’ঙা ভা’ঙা বাংলায় তাঁর কথা শুনে সংবাদ সম্মেলন কক্ষে হাসি ছ’ড়িয়ে পড়ল। এরপর শুরু হলো প্রশ্নোত্তর-পর্ব। যেখানে নবী ঘুরেফিরে নিজ দলের বুদ্ধিদীপ্ত

ক্রিকেটের কথাই বললেন। শারজায় কাল বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ৭ উইকেটে জয়ের পেছনে যে বুদ্ধির খেলাটাই ছিল মুখ্য।ম্যাচের আগের দিন সন্ধ্যায় উইকেট বুঝতে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ ও টেকনিক্যাল

কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম শারজায় এসেছিলেন। উইকেট বুঝতে যেন ভু’ল না হয়, সে জন্যই এই বাড়তি সতর্কতা। কাল বাংলাদেশ ভাগ্যক্রমে টসও জিতেছে। অধিনায়ক সাকিব আল হাসান শারজার উইকেটকে টসের সময় ভালোই বলেছিলেন। সে

জন্যই টসে জিতে তাঁর ব্যাটিংয়ের সিদ্ধান্ত। একাদশটাও গড়া হয় ভালো উইকেটের ভাবনা থেকেই। বুদ্ধির খেলায় হে’রেছে বাংলাদেশ কিন্তু ম্যাচ শুরুর পর দেখা গেল উইকেটের চরিত্র ভিন্ন। বল নিচু হচ্ছে। থেমেও আসছে, আর মুজিব-নবীর ঘূ’র্ণিতে

খাবি খাচ্ছে বাংলাদেশ। উইকেটের চরিত্র আসলে আফগানদের ভালো জানা ছিল। জয়ের পর আফগান অধিনায়ক নবী বললেন, ‘এই উইকেটের মাটি নতুন। আর এই পিচে কেউ খেলেনি। তাই আগে বোলিং করে ভালো হয়েছে। পিচ সম্পর্কে জানার সুযোগ

পেয়েছি। বুঝতে পেরেছি পিচ কেমন আচরণ করছে। সেটা কাজে লাগিয়েই আমরা দ্রুত উইকেট নিতে পেরেছি আর প্রতিপক্ষ দলকে চাপে রাখতে পেরেছি।’

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *