ব্রেকিং নিউজঃ নতুন করে মাহমুদুল্লাহর সঙ্গে বৈঠকে বসবেন সভাপতি পাপন

বাংলাদেশ ক্রিকেট থেকে একে একে সরে দাঁড়াচ্ছেন সিনিয়র ক্রিকেটাররা। সর্বপ্রথম বোর্ডের উপর অভিমান করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অধিনায়কত্ব সহ অবসর নিয়ে নেন মাশরাফি বিন মোর্তজা। এরপর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে

অবসরের ঘোষণা দেন বর্তমান বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এশিয়া কাপ থেকে ফিরে টি-টোয়েন্টি ক্রিকেটে বিদায় জানিয়েছেন জাতীয় দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এশিয়া কাপের পর থেকেই আলোচনায়

ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। গুঞ্জন উঠেছিল তাকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে দল সাজাচ্ছে বিসিবি। আজ ঘোষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে তাকে বাদ দিয়ে দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। মাহমুদুল্লাহ রিয়াদ বাদ

পড়ায় চারিদিকে শুরু হয়েছে নানা আলোচনা। তবে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ টি-টোয়েন্টি দল নিয়ে নাজমুল হাসান পাপন বলেন, “আসলে নতুন

কোচিং প্যানেলকে সবকিছু নতুন করে করতে দেওয়া হয়েছে। এখন তারা যা করছে সেটা তো আমাদের শুনতে হবে। তারা তো সামনের ওয়ার্ল্ড কাপকে টাগের্টে রেখে এগোচ্ছে। সেই পরিস্থিতিতে হঠাৎ করে এক মাসের মধ্যেই সব বদলে যাবে এমন তো হয়

না।আমি মাহমুদউল্লাহর সঙ্গে আজকে কথা বলবো। আজকে ডাকবো ওকে। তার সঙ্গে কথা না বলে তো আর কিছু বলা যাবে না। সে নিঃসন্দেহে ভালো খেলোয়াড়, ভালো ছেলে।”

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *