মাত্রপাওয়া; লজ্জার রেকর্ডে আশরাফুলকে ছুঁলেন মুশফিক

তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের জার্সিতে ৩১ বার ডাক মেরেছেন মোহাম্মদ আশরাফুল। বুধবার (১০ আগস্ট) জিম্বাবুয়ের

বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে সেই রেকর্ডে ভাগ বসালেন মুশফিকুর রহিম। যৌথভাবে তিনি এখন বাংলাদেশের হয়ে

তৃতীয় সর্বোচ্চ ডাকের মালিক! হারারে স্পোর্টস ক্লাব মাঠে দলীয় ৪৭ রানে নাজমুল হোসেন শান্ত আউট হলে মাঠে নামেন

মুশফিক। যে ওভারে শান্ত বিদায় নেন, ব্রাড ইভান্সের সেই ওভারেই রিচার্ড এনগারাভাকে ক্যাচ দেন মুশি। ৩ বল খেলেও কোনো

রান করতে পারেননি উইকেটরক্ষক এ ব্যাটার। তিন ফরম্যাট বিবেচনায় মুশফিকের সবচেয়ে বেশি ডাক টেস্টে। ৮২ টেস্টের

১৫১ ইনিংসের মধ্যে ১২ ইনিংসে তিনি রানের খাতা খুলতে পারেননি। ওয়ানডেতে তিনি ডাক মেরেছেন ১১ বার। আর টি-

টোয়েন্টির ক্ষেত্রে সেই সংখ্যাটা ৮। বাংলাদেশের হয়ে মুশফিক ও আশরাফুলের চেয়ে বেশি ডাক আছে তামিম ইকবাল ও

মাশরাফী বিন মোর্ত্তজার। প্রথম জন ডাক মেরেছেন ৩৬ বার। ৩৩ বার ডাক মেরে এই তালিকার দুইয়ে আছেন ম্যাশ। হাবিবুল

বাশার ২৫ ডাক নিয়ে রয়েছেন তালিকার চার নম্বরে। প্রসঙ্গত, ২৫৭ রানের লক্ষ্য দিয়ে রোডেশীয়দের ১৫১ রানে অলআউট

করেছে বাংলাদেশ। টাইগারদের জয় ১০৫ রানে। জিম্বাবুয়ের হয়ে এদিন সে অর্থে কেউই উইকেটে দাঁড়াতে পারেননি। দশ নম্বরে

খেলতে নেমে সর্বোচ্চ ৩৪ রান করেন রিচার্ড এনগারাভা। বাংলাদেশের হয়ে মুস্তাফিজ নেন ৪ উইকেট। অভিষিক্ত এবাদত ও তাইজুল নেন ২টি করে উইকেট।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *