মাহমুদউল্লাহ ছাড়াই বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে মাহমুদউল্লাহর না থাকার গুঞ্জন আগে থেকেই জোরালো ছিল। অনেক দিন থেকে ব্যাটে ভাটার টান ছিল। এশিয়া কাপেও ব্যর্থতার পর তা উচ্চকিত হয় আরও। টানা ব্যর্থতায় শেষ পর্যন্ত বাদই পড়লেন

মাহমুদউল্লাহ। অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যানের জায়গা হলো না টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। দলে ফিরেছেন লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি চৌধুরি রাব্বি, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার অস্ট্রেলিয়া আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরি, হাসান মাহমুদ, মোহাম্মদ

সাইফ উদ্দিন, নাসুম আহমেদ, ইবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত। বাদ পড়েছেন মাহমুদউল্লাহ, এনামুল হক, মুশফিকুর রহিম, পারভেজ হোসেন ইমন, শেখ মাহেদি হাসান। স্ট্যান্ডবাই রাখা হয়েছে: শরিফুল ইসলাম, সৌম্য সরকার, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান। এমনিতেই টি-টোয়েন্টি ক্রিকেটে টাইগারদের রেকর্ড ভাল নয়। তার ওপর মাত্র শেষ হওয়া এশিয়া কাপের

ব্যর্থতা ফেলেছে সংকটে। ওপেনিং ব্যাটারদের নিয়ে দুশ্চিন্তা এতই প্রকট যে মিরাজ-সাব্বির মেইক শিফটেও নজর ম্যানেজমেন্টের। একই সঙ্গে ঘরোয়াতে কিছু না করেই সামর্থ্য বিচারে দলে ফেরানো হয়েছে সৌম্যকে। পেস বোলিংয়ে তাসকিন,

মুস্তাফিজ নিশ্চিত। হাসান মাহমুদের ইনজুরি পুরোপুরি সেরে না ওঠায় কপাল খুলেছে এবাদতের। অস্ট্রেলিয়ার কন্ডিশন বিচারে থাকবেন সাইফুদ্দিন। এর বাইরে শরিফুল মিলে ৫ পেসার। দারুণ ট্র্যাক রেকর্ডের পরও নাসুমের জায়গা হওয়া মুশকিল। সম্ভাবনা

বিচারে তার চেয়ে এগিয়ে শেখ মাহেদি। সঙ্গে সাকিব-মিরাজ স্পিনজুটি তো থাকছেই। প্রশ্ন হলো এই দল নিয়ে কতটুকু যেতে পারবে বাংলাদেশ? ২০০৬ থেকে ২০২২, টাইগাররা খেলেছে ১৩৩ টি-টোয়েন্টি, যার জয় ৪৫ আর হার ৮৫ ম্যাচে। ৩টি পরিত্যক্ত।

বাংলাদেশ এখন পর্যন্ত ৭ বার অংশ নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। মোট ৩৩ ম্যাচ খেলে জয় সংখ্যা মাত্র সাত। তিনবার গ্রুপ পর্বে আটকে যাওয়া আর বাকি চারবার সুপার এইচ, সুপার টেন আর সুপার টুয়েলভে খেলাটাই সান্ত্বনা। সেরা সাফল্য প্রথম

অংশগ্রহণে ৮ম হওয়া। এবারের বিশ্বকাপের পারফর্মেন্স কতটা বদলাবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *