মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ , দেখে নিন দুই দলের স্কোয়াড

শুরু হচ্ছে বাংলাদেশে ‘এ’ দল বনাম ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মধ্যকার প্রথম চারদিনের ম্যাচ। ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রস আইলেট, সেন্ট লুসিয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮:০০ টায়। এই সফরে ওয়েস্টইন্ডিজ ‘এ’

দলের বিপক্ষে দুইটি চার দিনের এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল। বাংলাদেশ ‘এ’ দল (চার দিনের ম্যাচ): সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মৃত্যুঞ্জয় চৌধুরী,

ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, জাকের আলী অনিক, নাঈম হাসান, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, এনামুল হক। বাংলাদেশ ‘এ’ দল (৫০ ওভারের ম্যাচ): সৌম্য সরকার, সাইফ হাসান, নাইম শেখ,

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, জাকের আলী অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান,মৃত্যুঞ্জয় চৌধুরী।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল (চারদিনের ম্যাচ): জশুয়া ডি সিলভা (অধিনায়ক), আলিক আথানেজ, কলিন আর্চবল্ড, ইয়ানিক ক্যারিয়াহ, কেসি কার্টি, ব্রায়ান চার্লস, জেরেমিয়া লুইস, মার্কুইনো মাইন্ডলি, অ্যান্ডারসন ফিলিপ. ত্যাগনারাইন চন্দরপল, জাস্টিন

গ্রিভস, টেভিন ইমলাক, শার্মন লুইস ও জেরেমি সলোজানো। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল (৫০ ওভারের ম্যাচ): জশুয়া ডি সিলভা

(অধিনায়ক), আলিক আথানেজ, টেডি বিশপ, ত্যাগনারাইন চন্দরপল, ইয়ানিক ক্যারিয়াহ, জাস্টিন গ্রিভস, মার্কুইনো মাইন্ডলি,

অ্যান্ডারসন ফিলিপ, কেভিন সিনক্লেয়ারন, টেভিন ইমলাক, শার্মন লুইস, জেরেমিয়া লুইস, প্রেস্টন ম্যাকসুইন ও শামার স্প্রিঙ্গার।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *