মুশফিকের অবসর ইস্যুতে নতুন ড্রামা নিয়ে আসলেন সাকিব

হুট করেই আগের দিন সামাজিকমাধ্যমে এক বিবৃতি দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান মুশফিকুর রহিম। এরপর ক্রিকেটারই এ নিয়ে নানা বিবৃতিতে দিয়েছেন।

তবে এ সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান কিছু বলতে নারাজ। সোমবার ঢাকার একটি হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো হকির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির (বিসিটি)

দলগুলোর মালিকের নাম ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ)। সেখানে নিজের প্রতিষ্ঠান মোনার্ক মার্টের মাধ্যমে একটি দল কিনেছেন সাকিব।

সে অনুষ্ঠানেই হকির সঙ্গে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করেন সাকিব। সেখানেই মুশফিকের অবসরের বিষয়ে জানতে চাওয়া হয় সাকিবের কাছে। কিন্তু বিষয়টি এড়িয়ে গিয়ে সাকিব বলেন,

‘মুশফিকের বিষয়ে কথা বলব না। হকির কথা বলব।’ এশিয়া কাপে যাওয়ার আগেই মুশফিক প্রসঙ্গে বলেছিলেন, ‘তিনি (মুশফিক) উইকেটকিপিং করলে আমার লাইফটা (অধিনায়কত্ব করা)

অনেক সহজ হয়ে যাবে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে, টি-টোয়েন্টিতে সময়টা খুব কম থাকে। তো যেটা হয় যে, ফিল্ডারদের খুব সহজেই তিনি পরিবর্তন করতে পারেন।

আমার কাছে শোনারও দরকার হয় না। তো আমার লাইফটা অনেক সহজ হয়ে যায়।’ এই যুক্তি অনুযায়ী বিশ্বকাপেও মুশফিকের প্রয়োজনীয়তা থাকার কথা সাকিবের।

কিন্তু সেখানে এ প্রসঙ্গে কোনো কথাই বলতে চাইলেন না এ ক্রিকেটার। এমনকি সামাজিকমাধ্যমেও কোনো ধরণের বিবৃতি দেননি তিনি। যেখানে মুশফিকের বর্তমান ও অতীত অনেক খেলোয়াড়ই তাকে বিদায় জানিয়েছেন।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *