মেসি ৩০ জনের তালিকায় না থাকায় খে’পেছেন তাঁর ভক্তরা

অনেকের কাছেই এবারের ব্যালন ডি’অর পুরস্কারটাকে মনে হবে পানসে! লিওনেল মেসি ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাতেই নেই, এটা আবার কোনো ব্যালন ডি’অর পুরস্কার হলো নাকি—এমনটা বলার লোক ফুটবল–বিশ্বে কম নেই। বিশেষ করে, আর্জেন্টাইন

তারকার তুমুল প্র’তিদ্ব’ন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন, কিন্তু তিনি নেই—এটা মেনে নিতে পারছেন না মেসি-ভক্তরা। এবার ব্যালন ডি’অরের জন্য ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকী ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

করার পর ক্ষু’ব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মেসির ভ’ক্তরা। পিএসজির হয়ে গত মৌসুমে ৩৬ ম্যাচ খেলে ১৪টি গোল করেছেন মেসি, গোলে সহায়তা ১৬টি, জিতেছেন ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র শিরোপা। মেসি-ভক্তদের প্রশ্ন—এরপরও কেন মেসি থাকবেন না ৩০ জনের

সংক্ষিপ্ত তালিকায়? সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো স’মা’লোচনার ঝ’ড় তুলেছেন মেসি-ভক্তরা। পুরস্কারটি যারা দেয়, সেই ফ্রান্স ফুটবল সাময়িকীর ওপর রাগ ঝা’ড়তে গিয়ে কেউ কেউ বলেছেন, পুরস্কারটির মৃ’ত্যু হয়ে গেল! এক মেসি-ভ’ক্ত টুইট

করেছেন, ‘ঠা’ট্টা-ম’শকরার পুরস্কারের আর কোনো বিশ্বাসযোগ্যতা নেই।’ ওই ভক্তের সঙ্গে একমত হয়ে আরেকজন লিখেছেন, ‘কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। বিশ্বের সেরা স্ট্রাইকারকে পুরস্কার দেওয়া এবং মেসির সেরা ৩০-এ না রাখার পর বেশির ভাগ

পেশাদার ফুটবলার এবং আমরা (সমর্থকেরা) বলছি-এটা ডা’কাতি!’ একজন তো অন্য একটা প্রশ্নও তুলে দিয়েছেন, ‘ভাই, তারা রোনালদোকে রাখতে পারে, কিন্তু মেসিকে নয়???? এটা বাজে রকমের ডাকাতি। এক কথায় অশ্রদ্ধা।’ জিটি_মেসিএফসি নামের

একটি আইডি থেকে একজন টুইট করেছেন, ‘ব্যালন ডি’অরের (৩০ জনের) সংক্ষিপ্ত তালিকায় যদি মেসি আর নেইমারই না থাকে, তাহলে বলতে হবে—আনুষ্ঠানিকভাবে এই পুরস্কারের মৃ’ত্যু হয়েছে।’ এক মেসি–ভক্ত আবার লিখেছেন, ‘নুনেজ মনোনিত

হয়েছেন, কিন্তু মেসি মনোনিত হননি!’ এই ভক্ত তো শুধু তথ্য তুলে ধরেছেন। টুইটারে জেডি আইডি ব্যবহারকারী এক মেসি–ভক্ত তো তথ্য দেওয়ার সঙ্গে ফুটবলের প্রতি আগ্রহ হারিয়ে যাওয়ার কথাও লিখেছেন, ‘ব্যালন ডি’অরের জন্য সেবাস্তিয়ান হলার

মনোনিত হয়েছেন, কিন্তু মেসি বা নেইমার হননি। হয়তো অনুসরণ করার জন্য অন্য কোনো খেলা বেছে নিতে হবে।’

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *