ম্যাচের তিনদিন আগেও বিশ্বকাপ দলে পরিবর্তনের সুযোগ
টি২০ বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেলেও খেলোয়াড় পরিবর্তনের সুযোগ রেখেছে আইসিসি। ইচ্ছে করলে স্কোয়াডের বেশির ভাগ
খেলোয়াড় পরিবর্তন করতে পারবে দলগুলো। প্রথম রাউন্ডের ছয় দল এবং সুপার টুয়েলভের আট দলের জন্য স্লট ভাগ করে
দেওয়া হয়েছে। আইসিসির মিডিয়া ম্যানেজার রাজশেখর রাও জানান, বাছাই রাউন্ডের দলগুলো ৯ থেকে ১৫ অক্টোবর
খেলোয়াড় পরিবর্তন করতে পারবে। সরাসরি সুপার টুয়েলভে খেলা দলগুলোর জন্য ১৫ থেকে ২১ অক্টোবর খেলোয়াড়
পরিবর্তনের সুযোগ রেখেছে টুর্নামেন্ট কমিটি। অর্থাৎ বাংলাদেশ চাইলে নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ ও প্রস্তুতি ম্যাচে
ক্রিকেটারদের পারফরম্যান্স দেখার পর বিশ্বকাপ স্কোয়াড পুনর্বিন্যাস করতে পারবে। ২৫ জনের প্রাথমিক স্কোয়াড থেকে
ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকবে। সেক্ষেত্রে সৌম্য সরকার, শেখ মেহেদী, শরিফুল ইসলাম বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত আশায়
থাকতেই পারে। তবে বেঁধে দেওয়া সময়ের পর ইনজুরি ছাড়া খেলোয়াড় পরিবর্তন করা যাবে না।