যে ধরণের ক্রিকেটারদের বিশ্বকাপ দলে রাখা হবে না, সাফ সাফ জানালেন সাকিব

চলতি এশিয়া কাপের আয়োজক ছিল শ্রীলঙ্কা। কিন্তু দেশটিতে অর্থনৈতিক স’ঙ্কট দেখা দেওয়ায় এশিয়া কাপ সরিয়ে নেয়া হয় আবু ধাবিতে। তবে প্রত্যক্ষভাবে না পারলেও পরোক্ষভাবে এই আসরের আয়োজক শ্রীলঙ্কাই। লঙ্কানদের আশা ছিল পরোক্ষাভাবে আয়োজক থেকেই এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা নিয়ে ঘরে ফিরবে লঙ্কানরা। তাদের সেই আশা জিইয়ে রাখল শ্রীলঙ্কা। শেষ

ওভারের সমীকরণে পেরে উঠল না বাংলাদেশ। শেষ দুই আসরের রানার্সআপ হিসেবেই এবারের এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। গ্রুপপর্বে দুই ম্যাচেই হেরে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন সাকিব আল হাসানরা। অথচ ডেথ

বোলিং একটু এদিক-ওদিক হলে দুইটি ম্যাচই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারতো টাইগাররা। এদিকে দুই ম্যাচেই হেরে আসর থেকে বিদায় নিলেও, এটিকে নিজের বোলারদের পরখ করে নেওয়ার বড় সুযোগ হিসেবেই দেখলেন টাইগার অধিনায়ক সাকিব

আল হাসান। অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজেও সবার পারফরম্যান্স দেখে কারা চাপের মুখে দলের প্রয়োজনের সময় পারফর্ম করতে পারেন সেটি বুঝে নেবেন সাকিব। যারা ব্যর্থ

হবেন বিশ্বকাপে দলে তাদের জায়গা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার। শ্রীলঙ্কার কাছে হারের পর সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে আমাদের রটা ম্যাচ আছে। এগুলো অনেক সাহায্য করবে।

এটা আমাদের জন্য চোখ খুলে দেওয়ার মতো ব্যাপার যে, পেসাররা চাপের সময় কেমন বোলিং করে।’ তিনি আরও যোগ করেন, ‘এই ধরনের পিচে, পেসারদের ১২ ওভার বোলিং করতে হবে। আমি বলছি না, ১২ ওভার করতেই হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ৩

পেসারের কাছ থেকে ১২ ওভার প্রত্যাশিত থাকবে। অন্তত ভালো ১০ ওভার প্রত্যাশা করবেন।’ ‘অন্যান্য দেশগুলো হয়তো ১৪-১৫ ওভার পর্যন্ত প্রত্যাশা করে পেসারদের কাছ থেকে। সেখান থেকে আমরা ১০-১২ ওভার প্রত্যাশা করছি। আর এটা পেস

বোলারদের ডেলিভার করতেই হবে। যারা ডেলিভার করতে পারবে, তারা থাকবে। যারা পারবে না, আসলে তারা থাকবে না। খুবই সহজ হিসাব এখানে।’

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *