রাজত্বের লোভে সব হা’রালো এমবাপে

ব্যালন ডি’অরের জন্য যে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে, তার মধ্যে রয়েছে পিএসজি ফুটবলার কিলিয়ান এমবাপের নামও। এই ক্লাবটিতে খেলেন এমবাপে,

নেইমার এবং মেসির মত ফুটবলার। কিন্তু তিন গ্রেট ফুটবলারের মধ্যে সেরা ৩০-এ জায়গা পেয়েছেন কেবল এমবাপে। বাকি দুজন তথা মেসি এবং নেইমার ছিটকে পড়েছেন সেরা ৩০ এর তালিকা থেকে।

ব্যালন ডি’অরে ৩০জনের তালিকায় ৬জন করে ফুটবলার রয়েছেন রিয়াল মাদ্রিদ, লিভারপুল এবং ম্যানচেস্টার সিটির। তবে, যত জনেরই নাম আসুক না কেন,

এবার ব্যালন ডি’অর উঠতে যাচ্ছে রিয়াল ফুটবলার করিম বেনজেমার হাতে- এটা অনেকটাই নিশ্চিত। ব্যালন ডি’অর নিয়ে নিজের মতামত জানিয়েছেন পিএসজি ফুটবলার

কিলিয়ান এমবাপে এবং এই মতামত জানাতে গিয়ে খানিকটা আফসোসই ঝরে পড়লো ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী ফুটবলারের কণ্ঠ থেকে। তার মনে, রিয়াল মাদ্রিদ হচ্ছে- ব্যালন ডি’অর মেশিন।

অর্থ্যাৎ, তার মনোভাবটা এমন, ‘রিয়ালে যেতে পারলে ব্যালন ডি’অরটা জয়ের সম্ভাবনা আমারও ছিল।’ রিয়ালে না গিয়ে ভুল হয়ে গেছে, এখন

আফসোস করছেন এমবাপ! এমবাপের মতে, রিয়ালের বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন, যারা ব্যালন ডি’অর জয়ের দাবিদার কিংবা যোগ্যতা রাখেন।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *