রেকর্ড গড়েছে ভারত-পাকিস্তান ম্যাচ
এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বের ভারত পাকিস্তান ম্যাচটি রেকর্ডসংখ্যক দর্শক টেলিভিশনে উপভোগ করেছেন। ১৩৩ মিলিয়ন দর্শক উপভোগ করেছেন সেই ম্যাচ। ২০১৬ সালের এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচের চেয়ে যা ৩০ শতাংশ বেশি।
বিশ্বকাপের ম্যাচ ছাড়া টি-টোয়েন্টিতে যা ভারত পাকিস্তান লড়াইয়ে সর্বোচ্চ দর্শক টানার রেকর্ড। এমন তথ্য দিয়েছে এশিয়া কাপ সম্প্রচারক প্রতিষ্ঠান ডিজনি স্টার। ভারত পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদ। আর তাই উত্তেজনায় বুঁদ হতে মুখিয়ে
থাকেন বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীরা। শুধু ক্রিকেট নয়, ভারত পাকিস্তানের ব্যাট বলের এই লড়াইয়ের আবেদন বিশ্ব ক্রীড়াপ্রেমীর মানুষের মাঝেও বেশ আলাদা। তবে রাজনৈতিক বৈরিতায় দুদেশের দীপাক্ষিক সিরিজ দীর্ঘদিন বন্ধ থাকায় আইসিসি
ইভেন্ট আর এশিয়া কাপেই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই উপভোগ করতে পারেন ভক্তরা। এবারের এশিয়া কাপে দুইবার মুখোমুখি হয় ভারত পাকিস্তান। তাই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসর। গত ২৮ আগস্ট গ্রুপ
পর্বের ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। দীর্ঘদিন পর দুদেশের ব্যাট বলের লড়াই দেখতে সমর্থকদের আগ্রহের কোন কমতি ছিল না। মাঠে বসে সেই ম্যাচ উপভোগ করেছেন অনেকেই। যাদের সেই সৌভাগ্য হয়নি তাদের চোখ ছিল টেলিভিশনের পর্দায়।
আর এতেই ভারত পাকিস্তান ম্যাচ সম্প্রচারে নতুন এক রেকর্ড হয়েছে। চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বের ভারত পাকিস্তান ম্যাচটি রেকর্ডসংখ্যক দর্শক টেলিভিশনে উপভোগ করেছেন। ১৩৩ মিলিয়ন দর্শক উপভোগ করেছেন সেই ম্যাচ। ২০১৬ সালের
এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচের চেয়ে যা ৩০ শতাংশ বেশি। বিশ্বকাপের ম্যাচ বাদে টি-টোয়েন্টিতে যা ভারত পাকিস্তান লড়াইয়ে সর্বোচ্চ দর্শক টানার রেকর্ড। এমন তথ্য দিয়েছে এশিয়া কাপ সম্প্রচারক প্রতিষ্ঠান ডিজনি স্টার। পাশাপাশি গ্রুপ পর্বের
ছয়টি ম্যাচের দর্শক সংখ্যা প্রকাশ করেছে ডিজনি স্টার। এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বে দু’গ্রুপের তিনটি করে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ছয় ম্যাচ টেলিভিশনে উপভোগ করেছে প্রায় ১৭৬ মিলিয়ন দর্শক।