শক্তি-সামর্থ্যে শিরাপার দৌড়ে যাকে এগিয়ে রাখলেন, ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ কোচ ফাহিম

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে হারার পর টানা চার জয়ে ফাইনালে শ্রীলংকা। পাকিস্তানও নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করে। এরপর ভারতকে হারিয়েই সুপার ফোর শুরু হয় পাকিস্তানের।

আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে ফাইনাল নিশ্চিত করে নিয়মরক্ষার সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলংকার কাছে হেরে যায়। আজ দুবাইয়ে ফাইনালে সেই শ্রীলংকা ও পাকিস্তান মুখোমুখি। শক্তি-সামর্থ্যে পাকিস্তানকে শিরাপার দৌড়ে এগিয়ে রাখলেন

ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ কোচ নাজমুল আবেদীন ফাহিম। যুগান্তরকে কাল তিনি বলেন, ‘কাউকেই এককভাবে এগিয়ে রাখা কঠিন। ভালো মোমেন্টামে রয়েছে শ্রীলংকা। পাকিস্তান আগের ম্যাচে ভালো করতে পারেনি। তবে ওই ম্যাচ দিয়ে তাদের পিছিয়ে

রাখা যাবে না।’ তিনি বলেন, ‘শ্রীলংকা হয়তো কিছুটা এগিয়ে থাকবে। তবে ব্যাটিং ও বোলিংয়ে পাকিস্তানের গভীরতা একটু বেশি।

তারা টানা দুই ম্যাচে ব্যাটিং ও বোলিং খারাপ করবে এমনটা মনে হয় না। তারাও আগের ম্যাচে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামেনি।

ফাইনালে তারা সেরাটা দেওয়ার চেষ্টা করবে। তাই বলে শ্রীলংকাও যে সহজে পাকিস্তানকে ছেড়ে দেবে এমনটা বলছি না।’ ফাহিম

বলেন, ‘উত্তেজনায় ভরা ম্যাচ হতে পারে। পাকিস্তানের টপঅর্ডার খারাপ করলে যে মিডলঅর্ডারও খারাপ করবে, এমনটা নয়।

বোলিংয়েও তারা ভালো। এসব ম্যাচে অভিজ্ঞতা ব্যবধান গড়ে দেয়। তবে শ্রীলংকা শিরোপা জিতলেও অবাক হওয়ার কিছু থাকবে না।’

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *