শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মিরাজের সঙ্গে ওপেনিংয়ে সাব্বির!

সুপার ফোরে খেলতে হলে আজ শ্রীলংকার বিপক্ষে জিততেই হবে টাইগারদের। যে কারণে একাদশে বড় পরিবর্তনের আভাস দিলেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। বুধবার ক্রিকেটারদের সঙ্গে টিম ম্যানেজমেন্টের

আলোচনা শেষে জালাল ইউনুস বলেন, ‘শারজা ও দুবাইয়ের উইকেট ভিন্ন। দুবাই ম্যাচের জন্য ভিন্ন পরিকল্পনা নেওয়া হবে। টিম মিটিংয়ে ম্যাচের কৌশল নিয়ে আলোচনা হয়েছে। নিজেদের করণীয় সম্পর্কে সবাই ভালোভাবে জেনেছে।’ আফগানদের বিপক্ষে

৭ উইকেটে পরাজয়ে ব্যাটিং ব্যর্থতাই সবচেয়ে বড় করে দেখা হচ্ছে। মোসাদ্দেক হোসেনের হার না মানা ৪৮ রান ছাড়া উল্লেখযোগ্য কিছুই করে দেখাতে পারেনি বাংলাদেশি ব্যাটারদের কেউ। বাংলাদেশ দলের টপ ও মিডলঅর্ডারের ৬ জনকেই

আউট করেছেন আফগানিস্তানের দুই স্পিনার মুজিব ও রশিদ খান। আজকের ম্যাচে বাংলাদেশ দলের ভয় দুই লংকান স্পিনার থিকসেনা ও হাসারাঙ্গাকে নিয়ে। যে কারণে টপঅর্ডার থেকে একজন বাঁহাতি ব্যাটার কমিয়ে আনার পরিকল্পনা করছে টিম

ম্যানেজমেন্ট। দলীয় সূত্রে জানা গেছে, সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন মোহাম্মদ নাঈম। প্রথম ম্যাচে মাত্র ৫ রানে আউট হওয়া এনামুল হক বিজয়ে সন্তুষ্ট নয় টিম ম্যানেজমেন্ট। এ ম্যাচে তাকেও বসিয়ে রাখার আভাস মিলেছে। তা হলে এ দুজন বাদ পড়লে

আজ শ্রীলংকার বিপক্ষে ওপেনিংয়ে নামবেন কে কে? সাকিব-মুশফিক! বিসিবি সূত্র বলছে, মোহাম্মদ নাঈমের বদলে আজ

ওপেনিংয়ে নামানো হতে পারে সাব্বির রহমানকে। তার সঙ্গী হিসেবে দেখা যেতে পারে দুটি প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে খেলানো

মেহেদী হাসান মিরাজকে। এ দুজনকে দিয়ে ওপেনিংয়ে ভালো শুরু করতে চাইছে বাংলাদেশ। হার্ডহিটার সাব্বিরকে দিয়ে

পাওয়ার প্লে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। বুধবার এমনটিই জানান বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সূত্রঃ যুগান্তর অনলাইন

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *