সঠিক উপায়ে ইনডোর প্লান্টের যত্ন নিন

শহুরে জীবনে একটু সবুজের ছোঁয়া পেতে ঘরের কোণে অনেকেই ইনডোর প্লান্ট লাগান। জায়গার স্বল্পতায় শহরের সবুজপ্রেমীরা বাগান করার স্বাদ ইনডোর প্লান্টের মাধ্যমেই মিটিয়ে থাকেন। এতে ঘরের ভেতর বা বেলকনিই একমাত্র জাগয়া হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে আমাদের দেশে বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট পাওয়া যায়। তাই ঘর সাজাতে ইনডোর প্লান্টের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সঠিক যত্নের অভাবে সেগুলো বেড়ে উঠতে পারছে না। ইনডোর প্লান্ট ভালো রাখার জন্য সঠিক পরিচর্যা প্রয়োজন। যেহেতু ইনডোর প্লান্ট ঘরের ভেতরে থাকে, তাই বাগানে বেড়ে ওঠা গাছের পরিচর্যার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এসব বিষয় জানা থাকলে আপনার ঘর বা বেলকনিই হয়ে উঠতে পারে এক টুকরো সবুজ বাগান। যা আপনার মনে আনন্দ এনে দেবে।ইনডোর প্লান্ট ভালো রাখতে প্রথমে পানি দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। নিয়ম মেনে গাছে নির্দিষ্ট পরিমাণে পানি দিতে হবে। বেশি পানি গাছের ক্ষতি করে। খেয়াল রাখতে হবে, অনেক সময় ধরে গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে। এতে গোড়ায় পচন ধরতে পারে। প্রতিদিন পানি না দিলেও চলবে। বিশেষ করে বর্ষাকালে পানি দেওয়ার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে। প্লান্টের টবের মাটি দেখে বুঝতে হবে গাছে পানির আদৌ প্রয়োজন আছে কিনা। গাছে পানি দেওয়ার আগে হাত দিয়ে মাটি চেপে চেপে দেখুন। ভেজা ভাব থাকলে পানি দেওয়ার দরকার নেই। আরও একটি সহজ উপায় আছে, একটা লম্বা সুচ টবের মাটিতে ঢুকিয়ে তুলে আনুন। যদি সুচের গায়ে ভেজা মাটি লেগে থাকে তাহলে বুঝবেন আর পানি দেওয়ার দরকার নেই। ইনডোর প্লান্টে পানি দেওয়ার সঠিক সময় সকাল ও বিকেল বেলা। এই সময় রোদের তেজ কম থাকে। গ্রীষ্মকালে গাছে বেশি পানি দিতে হয়। তবে পানি খুবই ধীর গতিতে দিতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে টবের মাটি যেন কখোনোই শুকিয়ে না যায়। ঘরের যেখানে পর্যাপ্ত আলো-বাতাস রয়েছে, তেমন জায়গায় গাছ রাখুন। খুব অন্ধকার ঘর কিংবা যেখানে বেশি রোদ আসে, তেমন জায়গায় না রাখাই ভালো। গাছের নতুন চারা অবশ্যই বারান্দায় বা যেখানে আলো-বাতাস আসে, সেখানে রাখুন। এতে চারা ঠিকমতো বাড়বে। গাছে ফাঙ্গাসও হবে না।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *