সবাইকে অবাক করে শেষ মুহুর্তে সৌম্য সরকারকে না নিয়ে নাঈম শেখকে দলে নেওয়ার অদ্ভুদ কারন দেখালো বিসিবি

ইনজুরিতে পড়েছেন একজন মিডল অর্ডার ব্যাটার। সেই নুরুল হাসান সোহানের জায়গায় একেবারে অপ্রত্যাশিতভাবেই এশিয়া কাপের দলে সুযোগ পেয়ে গেলেন ওপেনার নাঈম শেখ। যার টি-টোয়েন্টি স্ট্রাইক রেট মাত্র ১০৩.৭১। পারফরমেন্স খুবই বাজে।

তবে সদ্য উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি করেছেন। এই সেঞ্চুরির কারণেই কি নাঈম শেখ হুট করে সুযোগ পেয়ে গেলেন এশিয়া কাপের দলে? টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের দলে বিবেচনায় ছিলেন সাব্বির রহমান এবং সৌম্য সরকার।

দুজনের মাঝে সাব্বিরকে দলে নেওয়া হলেও সৌম্য সুযোগ পাননি। অবশ্য উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সৌম্যর পারফর্মেন্স ছিল যাচ্ছেতাই। সর্বশেষ ৯ টি-টোয়েন্টিতে ১২.৫৫ গড় এবং ৮১.৮৮ স্ট্রাইক রেটে ১১৩ রান করা নাঈম শেখকে নেওয়ার পেছনে

কারণ হিসেবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, তার চেয়ে উপযুক্ত আর কাউকে নাকি খুঁজে পাওয়া যায়নি। নান্নুর মতে, এই ফরম্যাটে প্রায় সবার পারফর্মেন্সই খারাপ। তাই নাঈম শেখ ছাড়া তাদের কাছে বিকল্প উপায় ছিল না। পাশাপাশি

নাঈমকে দলে নেওয়ার পেছনে উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডেতে তার সেঞ্চুরির ভূমিকা আছে বলেও জানান নান্নু।

ফরম্যাট ভিন্ন হলেও বড় স্কোর করা ব্যাটার আত্মবিশ্বাস ফিরে পায় বলে তার বিশ্বাস। এশিয়া কাপে মাত্র দুজন ওপেনার নিয়ে

যাচ্ছে বাংলাদেশ। সেই বিবেচনা থেকে নাঈমকে নাকি ‘ব্যাকআপ ওপেনার’ হিসেবে নেওয়া হয়েছে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *