সবাই ছুটিতে মিরপুরে একাই ঘাম ঝরাচ্ছেন সাকিব

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আগামী ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। আসন্ন এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটিকে সামনে রেখে রোববার একাই অনুশীলন করলেন বাংলাদেশ দলের অধিনায়ক

সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি এবং একদিনের ম্যাচ শেষে ছুটিতে আছেন বাংলাদেশ দলের কোচিং স্টাফ। নিজ নিজ দেশে অবস্থান করছেন রাসেল ডোমিঙ্গো, অ্যালান ডোনাল্ড, জেমি সিডন্সরা। এরা ফিরলেই এশিয়া

কাপের অনুশীলন শুরু করবে টিম টাইগার্স। তবে তাদের অপেক্ষায় বসে থাকেননি টি-টোয়েন্টির নতুন অধিনায়ক। স্থানীয় সময় বেলা ১০টার দিকে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন সাকিব। প্রথমে জিম

সেশন করেছেন লাল সবুজদের দুই ফরম্যাটের অধিনায়ক। পরবর্তীতে রানিং করতে দেখা গেছে সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে। সাকিবের আগেভাগেই অনুশীলন শুরু করার যথেষ্ট কারণ আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-

টোয়েন্টি সিরিজের পর থেকেই ক্রিকেটের বাইরে আছেন এই তারকা অলরাউন্ডার। দল জিম্বাবুয়ে সফরে গেলেও পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছেন তিনি। তাই এশিয়া কাপের আগে নিজেকে ফিট করে তুলতেই একা অনুশীলনের উদ্যোগ

নিয়েছেন মাগুরার এই ক্রিকেটার। এবারের এশিয়া কাপে সাকিবের দিকে বাড়তি নজর থাকবে সবার। কারণ আসন্ন টুর্নামেন্টে এই তারকার কাঁধে নেতৃত্বভার তুলে দিয়েছে বিসিবি। যদিও এই সম্ভাবনা হারিয়ে যেতে বসেছিল বেটউইনার ইস্যুতে। অনলাইন

ভিত্তিক একটি বেটিং প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক থাকা এই ওয়েবসাইটের শুভেচ্ছাদূত হয়েছিলেন সাকিব। শেষ পর্যন্ত দেশের

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার আদেশে সে চুক্তি থেকে সরে আসেন সাকিব। এদিকে, এবারের এশিয়া কাপেই নিজের শততম টি-

টোয়েন্টি ম্যাচ খেলতে নামবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সবকিছু ঠিক ঠাক থাকলে আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের

বিপক্ষেই এই মাইলফলক স্পর্শ করবেন সাকিব। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ-তে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *