সাকিবের কান্ড দেখে হতবাক ক্রিকেটবিশ্ব, হাসতে হাসতে পাগল সবাই, মুহুর্তেই ভাইরালসামাজিক যোগাযোগ মাধ্যমে
সাকিবের কান্ড দেখে হাসতে হাসতে পাগল গ্যালারির দর্শকসহ মাঠের সকল ক্রিকেটাররা। ১৮নম্বর ওভার চলাকালীন সাকিব
বরাবর বাউন্ডারিতে ৪ মারেন ডুপ্লেসি। রীতিমতো সেই বল খুঁজতে নাজেহাল সাকিব। বল কোথায় একবার উঁকি দিয়ে বল খুঁজছে
বাউন্ডারি লাইন এর ভেতরে আবার রেইন প্রুভ কাগজের ভেতরে। কোথাও খুঁজে পাচ্ছেনা । অনবরত এমন কাজ করতেই
থাকেন সাকিব। দেখে হাসতে হাসতে নাজেহ। দর্শকদের মধ্যে তার এমন কাণ্ড দেখে বল খোঁজার সুবিধার্থে টিভিতে আবারো
রিপ্লাই করে দেখানো হয় বলে পজিশন। তাও খুঁজে পাচ্ছেন না সাকিব। তার এমন কাণ্ড দেখে সাহায্য করতে এগিয়ে এলো
মাঠকর্মী। অবশেষে তাকে খুজে পেলেন বলটি। বলটি ছিল বাউন্ডারি লাইন এর ভেতরে তবে অপজিটে যেখানে খোঁজেননি সাকিব।