সাকিবের বাসার নিচে গু’লাগু’লি, পু’লিশ পৌছানোর আগেই হাজির মাশরাফি

মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বিদায়ী ম্যাচের দলে ছিলেন না সাকিব আল হাসান। মাঠে থেকেও খেলতে পারেননি মুশফিকুর রহিম। মুশি যাহোক মাঠে ছিলেন; সাকিবের গ্যালারিতে থাকারও উপায় ছিল না। নড়াইল এক্সপ্রেসের আক্ষেপ এখানেই।

বিদায়লগ্নে সবাইকেই কাছে পেলেন কেবল একজনকে ছাড়া। সেই তিনি সাকিব; এক সময়ের তার সহকারী।সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এটা আমার জন্য অনেক বড় সম্মানের। ছেলেরা ছিল অসাধারাণ। তারা দলের জন্য সবকিছু উজাড় করে

দিয়েছে। আমি দলের সব ছেলেদের ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে সাকিবকে, ও যদি এখানে থাকতো তাহলে অন্যরকম লাগতো।তবে এই ম্যাচের আগে আবেগী এক প্রতিক্রিয়ায় মাশরাফিকে শুভকামনা জানান সাকিব। তার মাঠে আসতে না পারার

সম্ভাব্য কারণ আইসিসির নি’ষেধা’জ্ঞা। এক বছর ক্রিকেটের কোনো কার্যক্রমে থাকতে পারবেন না সাকিব। মাঠেও উপস্থিত হতে পারবেন না তিনি। তবে কোন ভাবেই মামরাফিকে ভোলেননা সাকিব সবসময় সুখে দুখে বড় ভাইকে পাশে পান সাকিব ম্যাশকে

পাশে পাওয়ার বড় একটি ঘ’টনা ও শেয়ার করেছেন তিনিসালটা ছিল 2017 আমি যখন মিরপুরে থাকতাম, একবার আমার বাসার নিচে গু’লাগু’লি হচ্ছিলো আমি ভ’য় পেয়ে পু’লিশ এবং মাশরাফি ভাইকে কল দেই, এরপর দেখা গেলো পু’লিশ পৌছানোর আগেই

মাশরাফি ভাই আমার বাসায় চলে আসে। মাশরাফি ভাইকে পারসোনাল অনেক স’মস্যায় নক দেওয়া হয়,এবং উনি হেল্প করেন।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *