সুজনের মন্তব্যে ক্ষে’পেছেন শ্রীলঙ্কার স্পিন বোলিং কোচ

এশিয়া কাপে টিকে থাকার ল’ড়াইয়ে আজ মাঠে নামবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। যদিও ব্যাট-বলের ল’ড়াই শুরুর আগেই জমে উঠেছে কথার লড়াই। সম্প্রতি বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের মন্তব্যে বেশ ক্ষে’পেছেন শ্রীলঙ্কার স্পিন

বোলিং কোচ পিয়াল বিজেতুঙ্গা। সুজনের কথার জ’বাবে তিনি বলেছেন, এমন মন্তব্য অযৌক্তিক। দুইদলের মু’খোমু’খী ল’ড়াই শুরু হবে আজ সন্ধ্যায়, কিন্তু তার আগে কথার ল’ড়াইটা শুরু করেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। এর আগে এক সংবাদ

সম্মেলনে শানাকা বলেছিলেন, মুস্তাফিজ-সাকিব নিঃ’সন্দেহে বিশ্বমানের বোলার। তবে এ দুজন ছাড়া বাংলাদেশ দলে বিশ্বমানের আর কোনো বোলার নেই। প্র’তিপ’ক্ষ হিসেবে আফগানিস্তানের থেকেও সহজ বাংলাদেশ। শানাকার এ মন্তব্যের জ’বাব

পরেরদিনই দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, মাঠেই সব প্রমাণ হবে। কিন্তু, মিরাজের এ মন্তব্যের পরও থামেনি দুই দলের কথার ল’ড়াই। বুধবার (৩১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে শানাকাকে পাল্টা আ’ক্রমণ করেন বাংলাদেশ দলের টিম

ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, শ্রীলঙ্কার সাকিব-মুস্তাফিজের মতো বোলারও নেই। আমি জানি না শানাকা কেনো এমন বলেছে। আমি শুনেছি যে সে বলেছে, বাংলাদেশের সাকিব ও মুস্তাফিজ বাদে বোলার নাই। আমি তো শ্রীলঙ্কার কোনো

বোলারই দেখি না। আমাদের তো অন্তত দুজন আছে। তাদের সাকিব-মুস্তাফিজের মানেরও কোনো বোলার নাই। আর সুজনের এমন মন্তব্যেই ক্ষে’পেছেন লঙ্কানদের স্পিন বোলিং কোচ পিয়াল বিজেতুঙ্গা। সুজনের মন্তব্যকে অ’যৌক্তিক দাবি করে তিনি

বলেন, আমি এ মন্তব্য জানতাম না। শুধু পরিসংখ্যান দিয়ে কোয়ালিটি বোলার বিবেচনা করা যায় না। প্রতিটি দলেরই মানসম্পন্ন বোলার আছে, না হলে তারা এখানে থাকতো না। আমি জানি না এটা কে বলেছে, আমি এটা বিশ্বাস করি না। প্রসঙ্গত, বৃহস্পতিবার

(১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অঘোষিত ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *