সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করলো আইসিসি

গত জুলাই মাসের সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টো এবং শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়সুরিয়ার পাশে জায়গা করে নিলেন রেকর্ড গড়া ফরাসি টিনেজ ব্যাটার গুস্তাভ ম্যাককিয়ন। আজ ৩ আগস্ট ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নিজেদের ওয়েবসাইটে জুলাই মাসের সেরা হওয়ার লড়াইয়ে থাকা সেরা তিনজনের নাম প্রকাশ করেছে। যেখানে বেয়ারস্টো এবং জয়সুরিয়ার পাশে জায়গা পেলেন ম্যাককিয়ন। আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক বাছাই পর্বে ফ্রান্সের হয়ে অভিষেক ঘটে ১৮ বছর বয়সী ম্যাককিয়নের। অভিষেক ম্যাচেই এই ক্রিকেটার চেক রিপাবলিকের বিপক্ষে ৫৪ বলে ৭৬ রানের ইনিংস খেলে নিজের জানান দেন। নিজের দ্বিতীয় ম্যাচেই সুইজারল্যান্ডের বিপক্ষে শতক হাঁকিয়ে রেকর্ড করে বসেন এই ফরাসি ক্রিকেটার। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড গড়েন ম্যাককিয়ন। সুইজারল্যান্ডের বিপক্ষে ১০৯ রান করার পরের ম্যাচেই নরওয়ের বিপক্ষে আবার শতক পান এই ক্রিকেটার। নরওয়ের বিপক্ষে করেন ১০১ রান; যার ফলে অভিষেকের পর প্রথম ৩ ম্যাচে ২৮৬ রান করে ফেলেন ম্যাককিয়ন; যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড। ম্যাককিয়ন অবশ্য সেখানেই থামেননি, পরের ম্যাচেই এস্তোনিয়ার বিপক্ষে ৮৭ রান করেন এই ফরাসি ক্রিকেটার। কেবল ব্যাট নয় বল হাতেও দারুণ সফল ম্যাককিয়ন। ইতোমধ্যে ৪ উইকেটও শিকার করেছেন এই ফরাসি ক্রিকেটার। নিজের এমন পারফরম্যান্সের কারণে জুলাই মাসের সেরা হওয়ার পথে নিজের জায়গা করে নিলেন ম্যাককিয়ন। তার পাশে থাকা লঙ্কান জয়সুরিয়াও অভিষেকের পর টানা ফাইফারে বিভিন্ন রেকর্ড ভেঙে দিয়েছেন। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচে ১১ উইকেট শিকারের পর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। এর মধ্যে অজিদের বিপক্ষে ১৭৭ রানের বিনিময়ে ১২ উইকেট শিকার করে দলকে জিতিয়েছিলেন। পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে হারলেও নিজের তৃতীয় ম্যাচে এসে আবারও ম্যাচ জেতানো বোলিং করেন জয়সুরিয়া। নিজের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আরেকটি ফাইফারে ১৯৭ রানের বিনিময়ে ম্যাচে ৮ উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন জয়সুরিয়া। অভিষেকের পর এখন পর্যন্ত ৩ ম্যাচে এই ক্রিকেটার শিকার করেছেন ২৯ উইকেট। এদিকে জয়সুরিয়া এবং ম্যাককিয়নের সেরা হওয়ার পথে লড়াইয়ের সঙ্গী বেয়ারস্টো জুনের সেরা হিসেবে পুরস্কার জিতেছিলেন। তবে জুনে ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে জোড়া শতকে ম্যাচ জিতিয়ে জুলাইয়ের সেরা হওয়ার পথেও জায়গা করে নিলেন। এজবাস্টনে দলের বিপদে প্রথম ইনিংসে ১০৬ রান করার পাশাপাশি ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেন। ফলে ভারতের দেওয়া ৩৭৮ রান তাড়া করে জেতে ইংলিশরা। কেবল সে ম্যাচ নয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৫৩ বলে ৯০ রানের ইনিংসও বেয়ারস্টোকে এই তালিকার যোগ্য প্রার্থী হিসেবে টিকিয়ে রেখেছে।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *