সেরা দুই ওপেনার নিয়েই মাঠে নামছে বাংলাদেশ!

ওপেনিং পজিশন নিয়ে দুর্ভাবনা থেকেই যাচ্ছে। স্কোয়াডে আছেন মোট ৩ ওপেনার, তাদের মধ্যে এনামুল হক বিজয় ও নাঈম শেখ মারকুটে ব্যাটিংয়ে সাম্প্রতিক সময়ে পারদর্শিতা দেখাতে পারেননি, আর পারভেজ হোসেন ইমন একেবারেই অনভিজ্ঞ।

ইতোমধ্যে মাঠে গড়িয়েছে এশিয়া কাপের দুটি ম্যাচ, তবে বাংলাদেশের সমর্থকদের অপেক্ষার প্রহর যেন ফুরোচ্ছেই না। চার বছর পর আয়োজিত এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ। রাত ৮টায় টাইগারদের প্র’তিপ’ক্ষ

এশিয়ার ক্রিকেটের ডার্ক হর্স আফগানিস্তান। টি-টোয়েন্টি দলে আমূলে বদলে ফেলার ইঙ্গিত দিয়ে এই ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল, সেই জল্পনাকল্পনা সর্বত্র। দলের লা’গাতার ব্য’র্থতায় সাম্প্রতিক সময়ে ন’ড়েচ’ড়ে বসেছে বিসিবি।

পরিবর্তন আনা হয়েছে কোচিং ও নেতৃত্বে। সম্ভাব্য সেরাদের নিয়েই সাজানো হবে আফগান-বধের সৈ’ন্যদল। যদিও ওপেনিং প’জিশন নিয়ে দু’র্ভাবনা থেকেই যাচ্ছে। স্কোয়াডে আছেন মোট ৩ ওপেনার, তাদের মধ্যে এনামুল হক বিজয় ও নাঈম শেখ

মারকুটে ব্যাটিংয়ে সাম্প্রতিক সময়ে পারদর্শিতা দেখাতে পারেননি, আর পারভেজ হোসেন ইমন একেবারেই অনভিজ্ঞ। দল তবু বেছে নিচ্ছে বিজয় আর নাঈম শেখকে। স্কোয়াডে থাকা সেরা দুই ওপেনারই করবেন ইনিংসের সূচনা। ওয়ান ডাউনে যথারীতি

সাকিবই হাল ধরতে পারেন। দুই অভিজ্ঞ ক্যাম্পেইনার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ফর্ম নিয়ে অনেক স’মালোচনা হলেও দুজনই পাচ্ছেন আরেকটি সুযোগ। সহ-অধিনায়ক আফিফ হোসেন ধ্রুবর সাথে ফিনিশারের ভূমিকা দেওয়া হতে পারে

দীর্ঘ সময় পর দলে ফেরার অপেক্ষায় থাকা সাব্বির রহমানকে। ব্যাটিং ইউনিটের গ’ভীরতা বাড়াবেন শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন, যারা বল হাতেও স্পেশালিষ্টের দায়িত্ব পালন করবেন। সাইফউদ্দিন ছাড়াও একাদশে আরও এক পেসার

দেখা যেতে পারে। ২ পেসার খেলালে অ’বধারিতভাবে নামটি হবে মুস্তাফিজুর রহমান। শারজার স্পিন বান্ধব উইকেটের কথা বিবেচনা করে স্পিনার রাখা হতে পারে তিনজন। সেক্ষেত্রে সাকিব ও শেখ মেহেদীর সাথে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদই

দৌড়ে এগিয়ে থাকছেন। আফগানিস্তান এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হা’রিয়েছিল আফগানরা, ৫৯ বল হাতে রেখে। স্বাভাবিকভাবেই মোহাম্মদ নবীর দল উইনিং কম্বিনেশন ধরে রাখতে

চাইবে। একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ বাংলাদেশ : এনামুল হক বিজয়, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান,

নাসুম আহমেদ। আফগানিস্তান : হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গু’রবা’জ, ইবরাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হক, মুজিব উর রহমান ও

ফজলহক ফারুকী।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *