সোহান কে পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করবে বোর্ড
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাকিব আল হাসান কে অধিনায়ক করে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করছেন বিসিবি।
আর সেই স্কোয়াডে তবে প্রথম দিকে নুরুল হাসানের ই’নজু’রির কারণে সোহানের এশিয়া কাপে থাকাটা অনিশ্চিত ছিল প্রায় । তবে
এশিয়া কাপে নুরুল হাসান সোহানের জন্য শেষ পরযন্ত অপেক্ষা করবে বিসিবি এমনটাই প্রেস কনফারেন্সে জানালে পজালাল
ইউনুস।জিম্বাবুয়ে সাথে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য নুরুল হাসান সোহান কে বাংলাদেশ টি টোয়েন্টি দলের
অধিনায়ক করা হয়েছিল তার অধিনায়কত্ব পওায়ার পর প্রথম ম্যাচ জিম্বাবুয়ে সাথে হারার পর ২য় ম্যাচে ঠিকি ঘুরে দাড়ান
টাইগাররাজিম্বাবুয়ের সাথে জয় পেলেও সোহানের আর খেলা হোলোনা জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচটি ২য় ওডিআই তে পেসার
হাসান মাহমুদের বল কিপিং করতে গিয়ে আংগুলে চোট পান বাংলাদেশ দলের সদ্য পাওয়া অধিনায়ক সোহান ফলে তার তৃতীয়
টি টোয়েন্টি খেলা সম্ভব হয়নি সোহানের।জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি না খেলেই দেশে ফিরতে হয় সোহান কে দেশে
ফিরেই ১১ আগস্ট আংগুলের অস্রপ্রচার করার জন্য সিংগাপুর যেতে হয় সোহানকে অস্রপ্রচার সফল হয়েছে সোহানের আগামী
২১ আগস্ট সোহানে হাতের পিন খোলা হবে তবে ২৭ আগস্ট এশিয়া কাপের পর্দা উঠবে বাংলাদেশের খেলা ৩০ তারিখ সোহনের
হাতের পিন খোলার পর বুঝা যাবে সোহান খেলতে পারবে কি পারবে না তার যদি তার হাতের কন্ডিশন ঠিক থাকে তাকে এশিয়া কাপে যুক্ত হবে তবে তার জন্য বোর্ড শেষ পরযন্ত অপেক্ষা করবে।