হা’রলেও সুখবর পেলেন সাকিব
এশিয়া কাপে আফগানিস্তানের বি’পক্ষে ম্যাচটি ছিল সাকিব আল হাসানের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম ম্যাচ।
মাইলফলক ছোঁয়া ম্যাচে বাংলাদেশ অবশ্য হার নিয়ে মাঠ ছাড়ে। এদিন ব্যাট হাতেও সফল হতে পারেননি সাকিব। তবে বল হাতে
ঠিকই জাদু দেখিয়েছিলেন। মাত্র ১ উইকেট শিকার করলেও ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ১৩। যার মধ্যে ডট বল ১২টি। এমন
অসাধারণ পারফরম্যান্স করায় টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টির
বোলারদের র্যাঙ্কিংয়ে ২৭তম অবস্থান থেকে ৮ ধাপ এগিয়ে এক লাফে ১৯তম অবস্থানে চলে এসেছেন সাকিব। এই বাঁহাতি
স্পিনার বল হাতে জাদু দেখালেও বাকি বোলারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয় বাংলাদেশকে। বল হাতে ব্য’র্থ হওয়ায় শেখ মেহেদী
পিছিয়েছেন ১ ধাপ, মোহাম্মদ সাইফউদ্দীন পিছিয়েছেন ১১ ধাপ। এদিকে আফগানিস্তানের বি’পক্ষে না খেলা নাসুম আহমেদ
পিছিয়েছেন ২ ধাপ। খারাপ করলেও র্যাঙ্কিংয়ে ৩১তম স্থানে অপরিবর্তিত আছেন মুস্তাফিজুর রহমান। ব্যাট হাতে ব্য’র্থ হওয়া
নাঈম শেখ পিছিয়েছেন ৪ ধাপ, আফিফ নেমে গেছেন আরও ৩ ধাপ। সাকিবেরও ১ ধাপ অবনতি হয়েছে ব্যাটসম্যানদের
র্যাঙ্কিংয়ে। এগিয়েছেন কেবল মাহমুদউল্লাহ। ২ ধাপ এগোলেও বাংলাদেশের সব ব্যাটসম্যান রয়েছে সেরা ৩৫-এর বাইরে।