হুট করেই বিসিবির নয়া চুক্তিতে সাকিবের বার্ষিক আয়ের গোঁপন তথ্য ফাঁস

তিন ফরমেটে আছেন ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাস,তাসকিন আহমেদ আর শরিফুল ইসলামরা। তাদের মধ্যে লিটন আর তাসকিন আগে কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও বেতন কম ছিল। এবার তাদের বেতন কিছুটা কম করা হয়েছে। তবে দুই

ক্রিকেটার সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম ৮ লাখ টাকার বেশি বেতন পেলেও মুশফিক সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেট কে বিদায় বলেছেন। তাই তার বেতন কমে যাবে। তিন ফরমেটে থাকা বাকি তিনজন পাবেন তাদের তুলনায় কম বেতন। এছাড়াও

যারা অধিনায়ক আছেন তারা অধিনায়ক ভাতা হিসেবে আলাদা করে পাবেন এক লাখ টাকা। সে হিসেবে এশিয়া কাপের অধিনায়ক সাকিব এর মাসিক বেতন ৯ লাখ টাকা। অন্যদিকে বেশ মোটা অংকের ম্যাচ ফি পান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব

আল হাসান। সাকিব টেস্ট ম্যাচ ফি পান ৬ লাখ টাকা। ওয়ানডেতে ৩ লাখ আর টি- ২০তে পান ২ লাখ টাকা। সব মিলে বছরের সাকি শুধু বেতনই পান ১ কোটি ৮ লাখ টাকা।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *