১০ সেঞ্চুরিয়ানদের তালিকায় শীর্ষে কোহলি, দুইয়ে রুট, দেখে নিন তামিম সহ অন্যান্যদের স্থান
ক্রিকেট বিশ্বে ঘটে যাচ্ছে দিনকে দিন নানা ঘটনা। জন্ম হচ্ছে নতুন নতুন রেকর্ডের। আজ এক ক্রিকেটার রেকর্ড করছে তো অন্য ক্রিকেটার সে রেকর্ড ভেঙে গড়ছে অন্য নতুন এক রেকর্ড। ব্যাটে কিংবা বোলিংয়ে প্রতিদিন গড়ছে নতুন নতুন রেকর্ড।
প্রথম দিকে ক্রিকেট ছিল ওয়ানডে ও টেস্টের মধ্যে সিমাবদ্ধ। তবে সাম্প্রতিক দর্শকদের আনন্দের নতুন মাত্রা যোগ করতে ক্রিকেটের যুক্ত হয়েছে ক্রিকেটের শর্ট ফর্মেট টি-টোয়েন্টি। ক্রিকেট বিশ্বে সাম্প্রতিক ওয়ানডে টেস্ট খেলতে দেখা যায়। তবে
সাম্প্রতিক ক্রিকেট খেলা দেশগুলোর মধ্যে এমন কোন দেশ নেই যে কোনো না কোনো সময়ে চলছে না ঘরোয়া ক্রিকেট তাও আবার টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে ঘরোয়া ক্রিকেটের মধ্যে সব থেকে বড় টুর্নামেন্ট হচ্ছে ভারতের ঘরোয়া লিগ আইপিএল।
বর্তমানে এই তিন ফর্মেটে ক্রিকেট বিশ্বে প্রতিনিয়তই তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। তবে এই রেকর্ড গুলোর মধ্যে আজকে আপনাদের সামনে তুলে ধরব বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে ক্রিকেট বিশ্বে সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকা। তো চলুন
জেনে নেওয়া যাক ক্রিকেটে সেঞ্চুরি করা দশ ক্রিকেটারের তালিকা ১. বিরাট কোহলিঃ ৫২৩ টি ইনিংস খেলে ৭১ টি সেঞ্চুরি করেন। ২. জো রুটঃ ৪৪ টি সেঞ্চুরি করেন ৪০৪ টি ইনিংস খেলে। ৩. ডেভিড ওয়ার্নারঃ ৪০৩ টি ইনিংস খেলে.৪৩ টি সেঞ্চুরি
করেন। ৪.রোহিত শর্মাঃ ৪৩১ টি ইনিংস খেলে ৪১ টি সেঞ্চুরি করেন। ৫.স্টিভেন স্মিথঃ ৩২০ টি ইনিংস খেলে ৪০ টি সেঞ্চুরি করেন। ৬. কেন উইলিয়ামসনঃ ৩৭৭ টি ইনিংস খেলে ৩৭ টি সেঞ্চুরি করেন। ৭. বাবর আজমঃ ২৪০ টি ইনিংস খেলে ২৫ টি
সেঞ্চুরি করেন। ৮. তামিম ইকবালঃ ৪৩৯ টি ইনিংস খেলে ২৫ টি সেঞ্চুরি করেন। ৯. শেখর ধাওয়ানঃ ২৭৯ টি ইনিংস খেলে ২৪ টি সেঞ্চুরি করেন। ১০. কুইন্টন ডি ককঃ ২৯১ টি ইনিংস খেলে ২৩ টি সেঞ্চুরি করেন।