১৩ জন স্ত্রীকে একসাথে গ’র্ভব’তী বানিয়ে বি’শ্বরে’কর্ড করলেন স্বামী

বহুবিবাহ প্রথা ভারতে বহু বছর আগে ছিল, যেখানে একজনের একাধিক স্ত্রী থাকতো যদিও কিছু কিছু অংশে এটি এখনও প্রচলিত। বিশ্বের অন্যান্য কম উন্নত দেশে এই প্রথা এখনও প্রচলিত রয়েছে।এরকমই একটি বিস্ময়কর ঘ’টনা, যেখানে একজন ব্যক্তির যে শুধুমাত্র ১৩ জন স্ত্রী আছে তাই নয়, তিনি সকল স্ত্রীদের একসাথে গ’র্ভব’তীও করেছেন।
এই ছবিটিতে দৃশ্যত ব্যক্তি যিনি নাইজেরিয়ার বাসিন্দা (যদিও সেই ব্যাপারে যথেষ্ঠ স’ন্দে’হ রয়েছে) সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভা’ইরাল হয়েছিলেন।সাধারণ এই ছবিটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে এবং তার দু পাশে সারিবদ্ধভাবে রয়েছেন গ’র্ভব’তী ম’হিলারা। বলা হচ্ছে যে, ওই ব্যক্তি সমস্ত ম’হিলাকেই বিয়ে করেছেন এবং সকলের গ’র্ভেই তার স’ন্তান রয়েছে।
ওয়েবসাইটে প্রকাশিত ত’থ্য অনুযায়ী, ওই ব্যক্তি ১৩ জন ম’হিলাকেই বিয়ে করতে স’ক্ষম হন এবং ওই ম’হিলারা সকলেই একে অপরের বান্ধবী ছিলেন।ওই ম’হিলারা নির্দ্বিধায় একে অপরের সাথে নিজের স্বা’মীকে ‘ভাগ’ করে নিয়ে বেশ সু’খে শা’ন্তিতেই আছেন। তাদের মধ্যে কোনোরকম ঝ’গড়া বা মন ক’ষাক’ষি নেই। সবচেয়ে আ’শ্চর্য্যজ’নক ব্যাপার হল, তারা সকলেই একসাথে গ’র্ভব’তী হয়েছেন।