২ ব্যাটার, ৬ অলরাউন্ডার, ৩ পেসার নিয়ে আগানিস্তানের বিপক্ষে শ’ক্তিশা’লী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ!

আর মাত্র কয়েকদিন পর, ২৭ তারিখে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এশিয়া কাপের ১৫তম আসর। ৩০ তারিখ মঙ্গলবার প্রথম বাংলাদেশ ম্যাচ হবে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়

রাত ৮টায়। আর এই ম্যাচের মধ্য দিয়ে বলা যায় সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের ক্রিকেটে নতুন পথচলা শুরু হবে। সাকিব আল হাসানের নেতৃত্বে ভক্তদের স্বপ্ন ঘুরে দাঁড়ায়। সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের পরিসংখ্যান আতঙ্কজনক।

সেক্ষেত্রে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আফগানিস্তান যেখানেই থাকুক না কেন, অভিজ্ঞতার দিক থেকে যতই পিছিয়ে থাকুক না কেন, সংক্ষিপ্ত ফরম্যাটে তারা বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। অন্তত পরিসংখ্যান তাই বলছে। ২০১৪ সালে

মিরপুরে ঘরের মাটিতে প্রথম বার মুখোমুখি হয় এই দুই দল, যেখানে জয়ী দলের নাম বাংলাদেশ। বলা যায় সে বাড়ই শেষ, এরপর

থেকে আধিপত্য বিস্তার করে বাংলাদেশের সঙ্গে খেলেছে আফগানরাই। দুই দল এখন পর্যন্ত মোট মাঠে নেমেছেন ৯ বার।

যেখানে বাংলাদেশ শেষ হাসি হাসতে পেরেছে মাত্র তিনবার, পাঁচবার হেসেছে আফগানিস্তান। বাকি একটি ম্যাচ বৃষ্টির হাসির

জন্য মাঠে গড়াতে পারেনি! পরিসংখ্যান যে তাই কথা বলছে আফগানিস্তানের পক্ষে। আর বলা যায় এই ম্যাচেও ফেভারিট

হিসেবে মাঠে নামবে তারা। তাদের বিপক্ষে নিজেদের সেরা একাদশ টি সাজাতে হবে বাংলাদেশকে, এশিয়া কাপে জয় পেতে হলে

ও শুভ সূচনা করতে হলে। কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ? নাঈম শেখ/মেহেদি হাসান মিরাজ, এনামুল হক বিজয়,

সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন/ সাব্বির রহমান,

মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *